প্রসন্নের কাছে স্লান ভিলিয়ার্স

পপুলার২৪নিউজ ডেস্ক:
19চোট কাটিয়ে ফেরার ম্যাচে ঠিকই ঝড় তোলেন এবি ডি ভিলিয়ার্স।

মূলত ৪৪ বলে তার ৬৩ রানের বিধ্বংসী ইনিংসে ১৬৯ রানের লড়াইয়ের পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা।

কিন্তু দিন শেষে এবির এই ইনিংস ব্যর্থ করে দেন সেকুগে প্রসন্ন। মাত্র ১৬ বলে ৩৭ রানের অপরাজিত ঝড় তুলে সব আলো কেড়ে নেন এই শ্রীলংকান।

তার এই ব্যাটিংয়ের প্রভাব পড়েছে দলে। সফরকারী দল হিসেবে ৫ উইকেটের জয়ে তিন ম্যাচের টি ২০ সিরিজ শ্রীলংকা জিতে নিয়েছে ২-১ ব্যবধানে।

বুধবার কেপ টাউনে টস জিতে ৫ উইকেটে ১৬৯ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে এক বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় শ্রীলংকা।

অবশ্য শ্রীলংকার পক্ষে ৫১ বলে সর্বোচ্চ ৬৮ রান করেন ওপেনার নিরোশান ডিকভেলা। এই ইনিংস তাকে এনে দিয়েছে ম্যাচ সেরার সঙ্গে সিরিজ সেরার পুরস্কার।

১৮ রানে ৩ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার ইমরান তাহির। একটি উইকেট পেয়েছেন ওয়েন পারনেল।

এর আগে দক্ষিণ আফ্রিকার ইনিংসে ভিলিয়ার্স ৬৩ রানের পথে দুটি চার ও তিনটি ছক্কা হাকান। তিনি ছাড়া রিজা হেনড্রিকস ৪১ রান এবং মাঙ্গালিসো মোসেহল ১৫ বলে তিনটি ছক্কা ও একটি চারে ৩২ করে অপরাজিত ছিলেন।

শ্রীলংকার পক্ষে নুয়ান কুলাসেকারা, সেকুগে প্রসন্ন, লকসান সাদাকান ও অ্যাসলে গুণরত্নে প্রত্যেকে একটি করে উইকেট নেন।

পূর্ববর্তী নিবন্ধসুন্দরবন রক্ষার আন্দোলন চলবে: আনু মুহাম্মদ
পরবর্তী নিবন্ধহরতালের প্রভাব নেই রাজধানীর যান চলাচলে