ভারতের বিপক্ষে টেস্টে ফেরার অপেক্ষায় মুমিনুল

পপুলার২৪নিউজ ডেস্ক:
8নিউজিল্যান্ড সফর শেষে বুধবার রাতে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে শুধু একটি টেস্ট খেলার সুযোগ পেয়েছেন মুমিনুল হক।

তিনি আগেই ফিরেছেন দেশে। ইনজুরির দরুন খেলা হয়নি ক্রাইস্টচার্চে শেষ টেস্ট। সুযোগ হয়নি ওয়ানডে ও টি ২০ ম্যাচেও।

তবে যে অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন মুমিনুল সেটা আগে শিখতে পারেননি তিনি। ভবিষ্যতে নিউজিল্যান্ড সফরের অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করছেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান।

পাঁজরের চোটের অবস্থা ও পরামর্শ জানার জন্য কাল বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীস চৌধুরীর কাছে এসেছিলেন মুমিনুল। সেখানেই সংবাদ মাধ্যমে তিনি বলেন, ‘পুরো সিরিজে হয়তো ফল ভালো হয়নি। তারপরও অনেক ইতিবাচক দিক রয়েছে। নিউজিল্যান্ডে যা শিখেছি, গোটা জীবনের অর্ধেকের বেশি সময়ে তা শিখিনি। আমার ক্যারিয়ারে তা কাজে দেবে।’

ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে ফেরার অপেক্ষায় আছেন তিনি। টেস্ট খেলোয়াড় হিসেবেই পরিচিত তিনি।

মুমিনুল বলেন, ‘প্রথম বোর্ড টিম ম্যানেজমেন্ট, কোচ হাথুরুসিংহেকে ধন্যবাদ দেয়া উচিত। আমি সফরে অনেক আগেই গিয়েছিলাম। পুরো একমাস সময় পেয়েছি। এটা আমার কাজে লেগেছে। ওখানে অনুশীলন করাটা আমার ক্যারিয়ারের জন্য ভালো হবে।’

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দুই ইনিংস মিলিয়ে মুমিনুল ৮৭ রান করেন। পাঁজরের ব্যথা না ভোগালে হয়তো ইনিংস দুটি আরও লম্বা করতে পারতেন তিনি। তিনি বলেন, ‘পুরো একমাস ওখানে অনুশীলন করেছি, যে জন্য ব্যাটিং করাটা সহজ হয়ে যায় আমার জন্য।’

মুমিনুলের চারটি সেঞ্চুরিই দেশের মাটিতে। বিদেশে এখনও কোনো শতক নেই।

এ সম্পর্কে তিনি বলেন, ‘দেশের বাইরে আমার টেস্ট সেঞ্চুরি নেই। চেষ্টা করব ভারত ও শ্রীলংকার বিপক্ষে সেঞ্চুরি করতে।’

তিনি বলেন, ‘ওয়ানডে বা টি ২০ নিয়ে ভাবছি না। আপাতত টেস্ট নিয়ে চিন্তা করছি। টেস্টে আরও ভালো খেলে সংক্ষিপ্ত ফরম্যাটে সুযোগ করে নিতে চাই।’

পূর্ববর্তী নিবন্ধ৩০ বন্দিকে মুক্ত করলেন আফ্রিদি
পরবর্তী নিবন্ধগোপালগঞ্জে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত