পপুলার২৪নিউজ ডেস্ক:
ক্যারিয়ারের শেষ কয়েক বছর বাইশ গজে পাকিস্তানকে তেমন জেতাতে পারেননি। দলের বিপদের মুখে ত্রাণকর্তার ভূমিকায় দেখা যায়নি সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে।
তবে মাঠের বাইরে ঠিকই উদ্ধারকারীর ভূমিকায় দেখা গেল এই স্টাইলিশ ক্রিকেটারকে।
দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, ‘বুম বুম’ তার আফ্রিদি ফাউন্ডেশনের সহায়তায় পাকিস্তানের ৩০ জন নাগরিককে জেল থেকে উদ্ধার করেন। বিভিন্ন অপরাধের কারণে তারা দুবাইয়ের কারাগারে বন্দি ছিলেন।
আফ্রিদি ফাউন্ডেশন তাদের সেই বন্দিদশা থেকে উদ্ধার করে। আফ্রিদি এগিয়ে না এলে তাদের আরও অনেক বছর জেল খাটতে হতো।
৩০ জন অপরাধীকে জেল থেকে মুক্ত করতে চুক্তিপত্রে সই করতে হয় আফ্রিদিকে।
তারা জেল থেকে ছাড়া পাওয়ার পরপরই আফ্রিদি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দুবাই পুলিশ ডিপার্টমেন্টের মানবিকতা ও সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন।
আফ্রিদি জানান, মুক্ত হওয়ার মধ্যদিয়ে ৩০ জন নতুন জীবন ফিরে পেয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনানুষ্ঠানিকভাবে বিদায় নেয়া আফ্রিদি হাসপাতাল নির্মাণ, অসহায়-দুস্থদের সহায়তা ও অবৈতনিক শিক্ষার জন্য লড়াই করে যাচ্ছেন।
বাইশ গজে না থাকলেও ঠিকই আলোচনায় রয়েছেন পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার। ওয়েবসাইট।