পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি আব্দুল আলী মোল্লাকে (৭৫) বাগেরহাটের কচুয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের উদানখালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার রাতেই কড়া নিরাপত্তায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
তিনি একই গ্রামের মৃত হোসেন মোল্লার ছেলে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবিরুল ইসলাম মোল্লা বলেন, আব্দুল আলী মোল্লা ১৯৭১ সালের ২৩ মার্চ সকাল ১০টায় একই এলাকার উকিল উদ্দিন মাঝীকে বাড়ী থেকে ধরে নিয়ে যান। পরে আলীপুর সংলগ্ন উদানখালী কাঠেরপুলের উপর অমানুষিক নির্যাতন করে হত্যা করেন।
২০০৯ সালের ২৮ জুন উকিল উদ্দিন মাঝীর স্ত্রী বাদী হয়ে ৪ জনকে আসামি করে মামলা করেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্নাল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়।