পপুলার২৪নিউজ প্রতিবেদক:
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পায়ুপথে লুকানো ১০টি সোনার বার সহ এক ব্যক্তিকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
বুধবার রাতে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম ফজলুল হক। তিনি সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় আসেন।
ঢাকা কাস্টম হাউজের সহকারী কমিশনার এইচ এম আহসানুল কবির জানান, ‘বিমানবন্দরে ওই যাত্রীকে দেখে সন্দেহ হলে তাকে পরীক্ষা করা হয়। পরে তার রেকটামে ১০টি সোনার বার পাওয়া যায়। পরে সেগুলো উদ্ধার করা হয়।’
তিনি আরো জানান, উদ্ধার সোনার বারগুলোর ওজন ১ কেজি। এর আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ টাকা।
ওই যাত্রী সিঙ্গাপুর থেকে মঙ্গলবার দিবাগত রাত ১২টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
এর আগে গত বছরের ১৭ অক্টোবর আটক এক যাত্রীর রেকটাম থেকে আটটি সোনার বিস্কুট উদ্ধার করা হয়।