দুর্নীতি দমন কমিশন-দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ তরুণদের উদ্দেশে বলেছেন, ‘দুর্নীতি আমাদের জীবনকে ধ্বংস করছে। এর থেকে বেরিয়ে আসতে হবে।’
মঙ্গলবার দুদক আয়োজিত ‘দুর্নীতি প্রতিরোধে তরুণ সমাজের করণীয়’ শীর্ষক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, ‘প্রত্যেক তরুণের স্বপ্ন থাকা উচিত দেশকে দুর্নীতিমুক্ত করে স্বনির্ভর হিসেবে গড়ে তোলা। শুধু সার্টিফিকেটের জন্য শিক্ষা গ্রহণ নয়।’
এসময় তিনি বলেন, ‘সঠিক জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারলে চাকরির পেছনে ঘুরতে হয় না। চাকরিই মানুষের পেছনে ঘুরে। এর জন্য দরকার দুর্নীতিমুক্ত সমাজব্যবস্থা।’
ইকবাল মাহমুদ আরও বলেন, দুর্নীতি প্রতিরোধে শাস্তিমূলক ব্যবস্থার চাইতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ বেশী কার্যকার। আর এ ক্ষেত্রে তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কর্মশালায় ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ তরুণদের দুর্নীতি প্রতিরোধে সম্পৃক্ত করতে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে দুর্নীতিবিরোধী ক্লাব গঠনের মাধ্যমে দুর্নীতিবিরোধী বিতর্ক, প্রামাণ্যচিত্র, নাটক, গণস্বাক্ষর, সচেতনতামূলক মেলা, রচনা, চিত্রাংকন প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি আয়োজনের পরামর্শ দেন।
এছাড়া জাতীয় পাঠ্য পুস্তকে দুর্নীতিবিরোধী গল্প, প্রবন্ধ, কবিতা ইত্যাদি অন্তর্ভুক্ত করে দুর্নীতিবাজদের সম্পর্কে ধারণা তৈরি করা সম্ভব বলেও মনে করেন তিনি।
দুদকের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- দুদক কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ, এএফএম আমিনুল ইসলাম এবং কমিশনের সচিব আবু মো. মোস্তফা কামাল প্রমুখ।
কর্মশালায় ডিবেট ফর ডেমোক্রেসি’র বিতার্কিকরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, ইবাইস ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি’র শিক্ষার্থী।