পপুলার২৪নিউজ প্রতিবেদক:
রাজধানীর উত্তরায় কিশোর আদনান হত্যা মামলার এজাহারভুক্ত আসামিদের বেশিরভাগই পলাতক। এই হত্যাকাণ্ডের পর ৯ জনের নাম উল্লেখ করে এবং ১০ অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
কিন্তু এজাহার নাম ভুক্তদের মধ্য থেকে গ্রেপ্তার করা হয়েছে মাত্র দুইজনকে। গ্রেপ্তারকৃতরা হলো-সাদাফ জাকির ও নাসির আলম ডন। এছাড়া অজ্ঞাতনামা হিসেবে আটক করা হয়েছে মেহেরাব হোসেন নামের একজনকে। মেহেরাব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে দিয়েছে। এসময় সে আদনান হত্যাকাণ্ডে জড়িত সাতজনের নাম উল্লেখ করে আরো দশজন অজ্ঞাতনামার কথা জানিয়েছে। এ ঘটনায় উত্তরা (পশ্চিম) থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, আসামিরা পরস্পরকে চেনে কিন্তু মুখ না খোলার কারণে আমাদের খানিকটা সময় লাগছে।
তিনি আরো জানান, উত্তরায় দুই গ্রুপের সংঘর্ষে স্কুলছাত্র আদনান কবিরকে (১৪) স্কুল ছাত্র হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার নাসির আলম ডনকে দুই দিনের রিমান্ডে নেয়ার পর কারাগারে পাঠানো হয়েছে। আর গ্রেপ্তার সাদাফ জাকিরকে পাঠানো হয়েছে কিশোর উন্নয়ন কেন্দ্রে। এছাড়া এজাহারের বাইরে আটক মেহেরাবকে আটকের পর জিজ্ঞাসাবাদে যে সাতজনের নাম উল্লেখ করেছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। গত ৬ জানুয়ারি সন্ধ্যায় ১৩ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোডে ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র আদনান কবিরকে খেলার মাঠে পিটিয়ে এবং কুপিয়ে মারাত্মক আহত করে প্রতিপক্ষ। চিকিৎসার জন্য তাকে উত্তরা লুবানা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পলাতক আসামিদের গ্রেপ্তারের ব্যাপারে উত্তরা (পশ্চিম) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান বলেন, খুনের খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশ সেই রাতেই উত্তরা ১৩ নম্বর সেক্টরসহ আশপাশ এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত দুই জনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে। এলাকাবাসী বলছে, থানায় একাধিকবার তাদের কর্মকাণ্ড নিয়ে জানানোর পরও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এ বিষয়ে প্রশ্ন করা হলে ওসি বলেন, আমাদের এখানে কেউ অভিযোগ নিয়ে আসেনি। এর আগেও এ রকম কিশোরদের ঝুট ঝামেলা হয়েছে, কিন্তু সেসব থানা পর্যন্ত গড়ায়নি।