শিয়াওমি ছেড়ে যাচ্ছেন হুগো বাররা

পপুলার২৪নিউজ ডেস্ক:

25চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান শিওয়ামি ইন্টারন্যাশনাল ছেড়ে যাচ্ছেন প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট হুগো বাররা। গুগলের অ্যান্ড্রয়েড বিভাগের নির্বাহী হিসেবে কাজ ছেড়ে সাড়ে তিন বছর আগে চীনের এই প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু করেছিলেন তিনি। সম্প্রতি এক ফেসবুক পোস্টের মাধ্যমে শিয়াওমি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

শিয়াওমি ছেড়ে যাওয়ার কারণ হিসেবে খারাপ স্বাস্থ্য ও পরিবারের কথা বলেছেন তিনি। নতুন করে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে ফিরে যাওয়ার আশাও করেছেন তিনি। তবে নতুন কোন প্রতিষ্ঠানে যোগ দিচ্ছেন, তা প্রকাশ করেননি।
শিয়াওমি সম্পর্কে হুগো বাররা বলেন, প্রতিষ্ঠানটি বর্তমানে খুব ভালো অবস্থানে আছে। এর শক্তিশালী ও বৈশ্বিক মানসিকতার নির্বাহী টিম আছে, যা প্রতিষ্ঠানটিকে এগিয়ে নেবে।
অবশ্য বাজার বিশ্লেষকেরা মনে করছেন, শিয়াওমির প্রবৃদ্ধির হার এখন আর আগের মতো নেই। এবারই প্রথম শিয়াওমি তাদের বার্ষিক বিক্রিসংক্রান্ত তথ্য প্রকাশ করেনি।
হুগো বাররা অবশ্য আনুষ্ঠানিকভাবে শিয়াওমি ছাড়লেও প্রতিষ্ঠানটির পরামর্শক হিসেবে কাজ চালিয়ে যাওয়ার কথা বলেছেন। তথ্যসূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল।

পূর্ববর্তী নিবন্ধ‘রাষ্ট্রপতির কাছে বিএনপির প্রস্তাবের গোপনীয়তা তারাই ভঙ্গ করেছেন’
পরবর্তী নিবন্ধপুলিশ সেবা আরও জনবান্ধব করতে হবে: প্রধানমন্ত্রী