রাঙ্গামাটিতে মালবাহী ট্রাকে আগুন, ধর্মঘটের ডাক

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ

18রাঙ্গামাটিতে চাঁদা না পেয়ে দুই মালবাহী ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। হামলা চালিয়ে চালক ও ব্যবসায়ীদেরও আহত করেছে তারা।

সোমবার ভোরে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কের নানিয়ারচরের বেতছড়ির চোংড়াছড়ি নামক পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রতিবাদে তাৎক্ষণিক রাঙ্গামাটি শহরের বিভিন্ন পয়েন্টে ব্যারিকেড দিয়ে অবরোধ করেন পরিবহন মালিক, চালক ও শ্রমিকরা। এছাড়া সমাবেশ থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটেরও ডাক দিয়েছেন তারা।

পুলিশ, নিরাপত্তাবাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ব্যবসায়ীদের পণ্য বোঝাই দুটি ট্রাক (নম্বর চট্ট মেট্রো-ট-১১-০৭৪১ ও ঢাকা মেট্রো-১১-২০৬৬) খাগড়াছড়ির মহালছড়ি বাজারে যাচ্ছিল। ট্রাক দুটিতে ব্যবসায়ীরাও ছিলেন।

পথিমধ্যে ভোর ৫টার দিকে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার বেতছড়ির চোংড়াছড়ি নামক স্থানে হঠাৎ ট্রাক দুটির গতিরোধ করে দুর্বৃত্তরা। এ সময় তারা ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকের চাঁদা দাবি করে।

ব্যবসায়ীরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে দুটি ট্রাকেই আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় তারা চালক ও ব্যবসায়ীদের বেধড়ক মারধর ও কুপিয়ে আহত করে পালিয়ে যায়।

পরে দুর্বৃত্তদের হামলার শিকার ট্রাক চালক ও ব্যবসায়ীরা মহালছড়িবাজারে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। ধারালো অস্ত্রের আঘাতে মুন্সী মিয়া (৫৫) নামে গুরুতর আহত এক ব্যবসায়ীকে মহালছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ট্রাক দুটির মালিক টিংকু বিশ্বাস বলেন, তিনি খবর পেয়ে ঘটনাস্থল গেছেন। দুর্বৃত্তদের আগুনে মালামালসহ তার দুটি ট্রাক পুড়ে যাওয়ায় কমপক্ষে অর্ধ-কোটি টাকার ক্ষতি হয়েছে।

এ খবরে রাঙ্গামাটির যানবাহন মালিক, চালক ও শ্রমিকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক রাঙ্গামাটি শহরে বিভিন্ন পয়েন্টে ব্যারিকেড দিয়ে অবরোধ করেন তারা।

এতে অনেকটা অবরুদ্ধ হয়ে পড়ে রাঙ্গামাটি শহর। অবরোধের কারণে সকাল ১১টার পর থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। চরম দুর্ভোগে পড়েন শহরের লোকজন ও দূরপাল্লার যাত্রীরা।

ঘটনার প্রতিবাদে এবং এতে জড়িত দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবিতে মিছিল ও সমাবেশ করেছে রাঙ্গামাটির যানবাহন মালিক, চালক ও শ্রমিকরা।

সমাবেশ থেকে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কসহ অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে অবরোধসহ অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়।

সমাবেশে রাঙ্গামাটি সড়ক পরিবহন ও মোটর মালিক সমিতির সভাপতি মঈন উদ্দিন সেলিম, ট্রাক মালিক সমিতির সভাপতি রুহুল আমিন ও অটোরিকশা চালক সমিতির সাধারণ সম্পাদক শহীদুজ্জামান মহসীন রোমান বক্তব্য দেন।

তারা বলেন, পার্বত্য এলাকায় অবিলম্বে চাঁদাবাজি বন্ধ করতে হবে। জানমাল ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।

সন্ধ্যা ৬টা পর্যন্ত আলটিমেটাম দিয়ে তারা বলেন, প্রশাসন সন্তোষজনক আশ্বাস দিতে পারলে কর্মসূচি প্রত্যাহার করে নেয়া হবে। অন্যথায় লাগাতার কর্মসূচি চলতে থাকবে।

এদিকে পরিস্থিতি শান্ত রাখতে দুপুরে এক জরুরি সভার আহ্বান করেন জেলা প্রশাসন।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোয়াজ্জেম হোসেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার শহীদুল্লাহ, রাঙ্গামাটি সড়ক পরিবহন ও মোটর মালিক সমিতির সভাপতি মঈন উদ্দিন সেলিম, ট্রাক মালিক সমিতির সভাপতি রুহুল আমিন ও অটোরিকশা চালক সমিতির সাধারণ সম্পাদক শহীদুজ্জামান মহসীন রোমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান বলেন, সভায় শান্তিপূর্ণ পরিবেশ ও আইনশৃংখলা রক্ষার স্বার্থে সবাইকে সহনশীলতার পরিচয় দেয়ার আহ্বান জানানো হয়েছে।

দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে আইনশৃংখলা বাহিনীর সহায়তায় পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও তিনি জানান।

জেলা প্রশাসক আরও বলেন, পার্বত্য এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে প্রশাসন, পুলিশ, নিরাপত্তাবাহিনীসহ আইনশৃংখলা রক্ষাকারী সংস্থাগুলোর সঙ্গে যৌথসভার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রেসিডেন্ট ট্রাম্পকে কুরআনের যে দুই আয়াত শোনানো হল
পরবর্তী নিবন্ধওবামার রেখে যাওয়া চিঠিতে কী আছে?