রাষ্ট্রপতি নিরপেক্ষ লোক দিয়েই ইসি গঠন করবেন: কাদের

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
সরকার দলীয় লোক দিয়ে সার্চ কমিটি গঠন করা হলে জনগণ তা মেনে নেবে না – বিএনপি চেয়ারপারসনের এমন বক্তব্যের সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি যা করেছে আওয়ামী লীগ তা করবে না। রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবক হিসেবে নিরপেক্ষ লোক দিয়েই ইসি গঠন করবেন। এটা আমাদের দাবি।’

রোববার দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ ২০নং ওয়ার্ড (সাবেক ৫৬) যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিরপেক্ষ ব্যক্তির মাধ্যমে ইসি পুনর্গঠনের দাবি জানালেও খালেদা জিয়ার প্রস্তাবিত ব্যক্তির তালিকায় কেএম হাসানের নাম থাকার সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘আপনি রাষ্ট্রপতির কাছে কেএম হাসানের নাম প্রস্তাব করেছেন, সেই হাসান সাহেব বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। কোনটা নিরপেক্ষ! এটা কী নিরপেক্ষ?।’

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন কমিশন গঠনে শেখ হাসিনা কোনো দলীয় লোকের নাম প্রস্তাব করেননি। নেত্রীর ইচ্ছাতে কোনো দলীয় লোকের নামও থাকে না।’

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের যদি আরেকবার ক্ষমতা হারাতে হয়, তাহলে ২০০১ থেকে ২০০৬ সাল থেকেও ভয়ংকর অবস্থা হবে। তারা ভয়ংকর মূর্তি নিয়ে আবির্ভুত হবেন। প্রাণে বাঁচতে পারবেন না। ভালোর জন্য প্রস্তত থাকতে হবে। মন্দ কাজ পরিহার করতে হবে। যারা অপকর্ম করছেন তারা সংশোধন হয়ে যান। ’

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাঈল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন- যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসুইটি ফের বিজ্ঞাপনে
পরবর্তী নিবন্ধশ্যামলী পরিবহনের নাম অন্যদের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা