পাকিস্তানের বিপক্ষে অজিদের রানের পাহাড়

পপুলার২৪নিউজ ডেস্ক:
ডেভিড ওয়ার্নারের দুর্দান্ত শতকে সফরকারী পাকিস্তানের বিপক্ষে রানের পাহাড় গড়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে হারিয়ে ৩৫৩ রান করেছে অজিরা।

রোববার সিডনি ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা।

খাজা ৩০ রানে হাসান আলীর বলে ফিরে গেলেও শতক তুলে নেন ডেভিড ওয়ার্নার। হাসান আলীর বলে আউট হওয়ার আগে ওয়ার্নার ১৩০ রান করেন। তার ইনিংসটি ১১টি চার ও ২টি ছক্কায় সাজানো।

এছাড়া শেষ দিকে ঝড় তোলেন ত্রাভিস হেড ও গ্লেন ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল মাত্র ৪৪ বলে ৭৮ রান করেন। হেড করেন ৩৬ বলে ৫১ রান। এছাড়া অধিনায়ক স্মিথ করেন ৪৯ রান।

৫ উইকেট নিয়ে পাকিস্তানের সফল বোলার হাসান আলী। এছাড়া মোহাম্মদ আমির ১টি উইকেট শিকার করেন।

পাকিস্তানের ফিল্ডাররা অনেকগুলো ক্যাচ মিস করে অস্ট্রেলিয়াকে রানের পাহাড় দাঁড় করাতে সাহায্য করেছেন!

৫ ম্যাচের সিরিজ ২-১ এ এগিয়ে রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

পূর্ববর্তী নিবন্ধলস্করের তিন জঙ্গির ফাঁসির আদেশ
পরবর্তী নিবন্ধসাত খুনে র‌্যাবের সুনাম ক্ষুণ্ন হয়নি: আদালতের পর্যবেক্ষণ