পপুলার২৪নিউজ ডেস্ক:
ডেজার্ট টি২০ চ্যালেঞ্জ কাপে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়ে শিরোপা জিতেছে আফগানিস্তান। ফাইনালে আয়ারল্যান্ডকে ১০ উইকেটে হারিয়েছে আফগানরা।
শুক্রবার রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। তবে তার সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেন আফগান বোলাররা।
আফগানিস্তানের বোলিং তোপে ১৩ দশমিক ২ ওভারে মাত্র ৭১ রানে অলআউট হয় আইরিশরা। ওপেনার পল স্টার্লিং এবং থমসন ছাড়া আর কেউ দুই অংকের ঘরে যেতে পারেননি। স্টালিং ১৭ এবং থমসন ১০ রান করেন।
আফগানিস্তানের হয়ে মোহাম্মদ নবী ২ দশমকি ২ ওভারে মাত্র ১০ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। এছাড়া করিম জানাত, ফরিদ আহমেদ ও আমির হামজা প্রত্যেকেই ২টি করে উইকেট লাভ করেন।
৭২ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়েই ৭৩ বল বাকি থাকতেই জয় পায় আফগানিস্তান।
ওপেনার মোহাম্মদ শাহজাদ ৫২ এবং অধিনায়ক নওরজ মঙ্গল ১৭ রানে অপরাজিত থাকেন।
৮টি দেশ নিয়ে গত ১৪ জানুয়ারি থেকে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় জেডার্ট টি২০ চ্যালেঞ্জ কাপ।
এই টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে ছিল আফগানিস্তান, আয়ারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও নামিবিয়া। ‘বি’ গ্রুপে ছিল স্কটল্যান্ড, ওমান, হংকং ও নেদারল্যান্ডস।