উদ্বোধনী ভাষণে যা বললেন ট্রাম্প

পপুলার২৪নিউজ ডেস্ক:
14শপথ গ্রহণের পরই ক্যাপিটল হিলের মঞ্চে দাড়িয়ে উপস্থিত লাখো ভক্ত সমর্থকের উদ্দেশ্যে সংক্ষিপ্ত একটি ভাষণ দিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অল্প কথায় ট্রাম্প প্রায় সবগুলো দিক চমৎকারভাবে তুলে ধরেছেন। অত্যন্ত সাবলীল ও হাস্যোজ্ব্যল সেই ভাষণে দেশবাসীর উদ্দেশ্যে তার স্বপ্ন ও পরিকল্পনা নিয়ে কথা বলেন। ট্রাম্প উপস্থিত লোকদের উদ্দেশ্যে বলেন, ‌এটি আপনাদের দিন, এটি আপনাদের উদযাপন।

নিজের ক্ষমতা গ্রহণকে একটি ঐতিহাসিক দিন উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমেরিকা আজ থেকে আবার বিজয়ী হতে শুরু করবে। সকল বিভেদ ভুলে সামনে চলার আহ্বান জানিয়ে নতুন মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা এক আত্মা ও এক দেশ। আমরা জনগনের কাছেই ক্ষমতা ফিরিয়ে দিচ্ছি’।

বিশ্ব মানচিত্রে যুক্তরাষ্ট্রের অবস্থান কেমন হবে সে ব্যাপারে ট্রাম্প জনতার উদ্দেশ্যে বলেন, ‌আমরা ঐক্যবদ্ধ হলে কেউ আমেরিকাকে থামাতে পারবে না। আমরাই বিশ্বের গতিপথ ঠিক করবো। বক্তৃতার শেষে ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার শ্লোগানকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, আমরা আমেরিকাকে আবার মহান করে তুলবো। আর পুরো বক্তৃতা জুড়ে বেশ কয়েকবার উচ্চারণ করেছেন তার নির্বাচনী অঙ্’গীকার আমেরিকা ফার্স্ট’- বা সবার আগে আমেরিকা।

পূর্ববর্তী নিবন্ধনূরের আরও পাঁচ স্ত্রী ছিল: নীলা
পরবর্তী নিবন্ধসিরিয়ায় বিমান হামলায় ১০০ আল-কায়েদা নিহত