টামটা উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য হুমায়ুন কবির মজুমদার এবং টামটা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক দর্জির সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের সংবাদ পেয়ে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ, শাহরাস্তি মডেল থানা ওসি মোঃ মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালান।
সংঘর্ষের পর ওমর ফারুক দর্জির সমর্থকরা চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। এ ঘটনায় এক পক্ষ অপরপক্ষকে দায়ী করছে।
সংঘর্ষে আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও উয়ারুক মেডিল্যাব স্পেশালাইজড হসপিটালে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে মঞ্জুর এলাহী, বাচ্চু ও কামাল নামে তিনজনের অবস্থা শংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ সবাইকে শান্ত থাকার আহবান জানিয়ে বলেন, যে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হাতে মোকাবেলা করা হবে।
ওসি মোঃ মিজানুর রহমান বলেন, এখনও কোন পক্ষ মামলা করতে আসেনি। অভিযোগ পেলে আমরা সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো। তিনি সবাইকে শান্ত থাকার অনুরোধ করেন।