দাভোসে রামপাল বিতর্ক

পপুলার২৪নিউজ ডেস্ক:

6বাংলাদেশের রামপাল বিদ্যুৎ প্রকল্প ও বিশ্বের প্রাকৃতিক ঐতিহ্য সুন্দরবনের পরিবেশের ক্ষতির প্রসঙ্গ উঠে এল সুইজারল্যান্ডের দাভোসে এক আলোচনায়। এই আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং পরিবেশ আন্দোলনকর্মী আল গোর সুন্দরবন নিয়ে কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোর দিয়েই বলেন, রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে যে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে এবং যেসব বাড়তি পদক্ষেপ নেওয়া হয়েছে, তাতে সুন্দরবনের ক্ষতি হবে না। প্রধানমন্ত্রী প্রকল্পটির সত্যিকার অবস্থা দেখার জন্য আল গোরকে বাংলাদেশে আমন্ত্রণ জানান।

দাভোসের কংগ্রেস সেন্টারে গত বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘লিডিং দ্য ফাইট অ্যাগেইনস্ট ক্লাইমেট চেঞ্জ’ (জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব প্রদান) শীর্ষক প্লেনারি সেশনে আলোচনার একপর্যায়ে রামপাল বিদ্যুৎ প্রকল্পের প্রসঙ্গ আনেন শেখ হাসিনার পাশে বসা আল গোর।

অনুষ্ঠানে আল গোর বলেন, ‘গত বছর পর্যন্ত বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দ্রুত সৌরশক্তির প্যানেল স্থাপনকারী দেশ ছিল। কিন্তু এখন সেই গতি ধীর হয়ে গেছে। এখন সেখানে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট (বাদাবন), বেঙ্গল টাইগারের সর্বশেষ আশ্রয়স্থল সুন্দরবনে পরিবেশ দূষণকারী একটি নতুন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ চলছে। হাজার হাজার মানুষ এর বিরুদ্ধে বিক্ষোভ করছে। আমার পরামর্শ হলো, পরিবেশ দূষণকারী ওই বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ বন্ধ করুন। এর পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের হার দ্রুত করতে দ্বিগুণ উদ্যোগে কাজ শুরু করুন। ক্ষুদ্রঋণের মাধ্যমে মুহাম্মদ ইউনূসের সংগঠনসহ বাংলাদেশের অন্যান্য বেসরকারি সংস্থা নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে বিশ্ব রেকর্ড গড়েছে।’

আল গোরের এই মন্তব্যের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বের সব জায়গাতেই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে। আমরা এটা সুন্দরবন থেকে অনেক অনেক দূরে নির্মাণ করছি। শুধু তা-ই নয়, পরিবেশ যাতে আক্রান্ত না হয়, সে জন্য আমরা সব ধরনের পদক্ষেপ নিয়েছি। বিদ্যুৎকেন্দ্রটি সুপার ক্রিটিক্যাল, খুবই আধুনিক। পরিবেশ রক্ষায় আমরা সব ধরনের উদ্যোগ নিয়েছি।’

দিনাজপুরে বড়পুকুরিয়ায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তাঁর সরকার ২০০০ সালে বড়পুকুরিয়ায় একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ শুরু করে। সেখানে দুটি ‘সাব-ক্রিটিক্যাল’ প্ল্যান্ট নির্মাণ করা হয়েছে এবং বর্তমানে তৃতীয় একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। কিন্তু ঘনবসতিপূর্ণ এই জেলায় পরিবেশের ওপর নেতিবাচক কোনো প্রভাব পড়েনি। তিনি বলেন, সেখানে ফসল হচ্ছে, প্রচুর গাছপালা রয়েছে, এমনকি খুব ভালো আমের ফলনও হয়। ঘনবসতিপূর্ণ এলাকায় নির্মিত এই কেন্দ্র নিয়ে কেউ কিছু বলেনি। কিন্তু এখন সুন্দরবন নিয়ে প্রশ্ন উঠেছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এ বিষয়টা নিয়ে অত্যন্ত সচেতন। বেঙ্গল টাইগার এই বিদ্যুৎকেন্দ্রের কারণে আক্রান্ত হবে না। যাঁরা এই বিষয়টাকে সামনে আনছেন, আমি তাঁদের সশরীরে সেখানে গিয়ে সব দেখে আসতে বলেছি। বিদ্যুৎকেন্দ্রের জায়গাটা সুন্দরবন থেকে ১৪ কিলোমিটার দূরে এবং সুন্দরবনের যে এলাকা বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষিত হয়েছে, তার থেকে বিদ্যুৎকেন্দ্রটি ৬৫ থেকে ৭০ কিলোমিটার দূরে। এই কেন্দ্রটি একটা নদীর তীরে এবং এর জন্য স্থানীয় মানুষ খুশি।’

প্রধানমন্ত্রীর কথার জবাবে আল গোর এরপর বলেন, ‘ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার ওই স্থানটি রক্ষা করতে এবং পরিবেশ দূষণকারী বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ না করতে বাংলাদেশকে অনুরোধ করেছে। যে নদীর কথা আপনি বললেন, সেখানে এরই মধ্যে কয়েকটি কয়লাবাহী জাহাজডুবির ঘটনা ঘটেছে। বিদ্যুৎকেন্দ্র থেকে পাঁচ হাজারের মতো ঘনমিটার পানি ওই নদীতে ফেলার বিষয়টি নিয়েও আপত্তি উঠেছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অব নেচার এলাকাটি (সুন্দরবন) রক্ষার আবেদন জানিয়েছে। আমি আশা করছি, সময় থাকলে সংবাদমাধ্যমগুলো এই ইস্যু এবং এর সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলোয় মনোযোগী হবে।’

শেখ হাসিনা এরপর আল গোরকে বাংলাদেশ ভ্রমণের আমন্ত্রণ জানিয়ে বলেন, ‘আমি আপনাকে নিজে ওই জায়গায় নিয়ে যাব। আপনি নিজের চোখে সব দেখবেন এবং আমি বলছি, সেখানে আচ্ছাদিত (কাভার্ড) নৌযানে করে কয়লা বহন করা হবে, খোলা নৌযানে নয়। এই বিদ্যুৎকেন্দ্র কিছুতেই পরিবেশের ক্ষতি করবে না।’ তিনি বলেন, যেসব মানুষ এই বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ করছেন, তাঁদের মনে হয়তো অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। তাঁদের কথার মধ্যে কোনো যুক্তি নেই। তাঁরা প্রমাণ করতে পারবেন না।

বক্তব্যের একটি অংশে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, ‘আমাদের জনগণের জন্য বিদ্যুৎ উৎপাদন করতেই হবে। আমাদের দেশের উন্নয়ন ঘটাতে হবে। দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাতে না পারলে আমরা কী করে জনগণকে বাঁচাতে পারব।’

পরিবেশ রক্ষায় সরকারের উদ্যোগ সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে তিনি যখন প্রথম সরকার গঠন করেন, তখন দেশে ৭ শতাংশ বনাঞ্চল ছিল, যা বর্তমানে ১৭ শতাংশে দাঁড়িয়েছে এবং দেশে ২৫ শতাংশ বনাঞ্চল করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেখুন, এটা আমার দেশ। আমি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এই দেশ উন্নতি করছে। আমাদের দারিদ্র্যের হার কমে এসেছে, অর্থনৈতিক অবস্থার উন্নতি হচ্ছে, মোট দেশজ উৎপাদন (বৃদ্ধির হার) ৭ দশমিক ১ শতাংশ পর্যন্ত অর্জন করতে পেরেছি।’

এই প্লেনারি সেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর ছাড়াও নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ, এইচএসবিসির সিইও স্টুয়ার্ট গালিভার, কফকো এগ্রির সিইও জিংগতাও চি অংশ নেন।

সুন্দরবনের ক্ষতির আশঙ্কা নেই, আল গোরকে এসে দেখে যেতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এ ব্যাপারে জানতে চাইলে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক সুলতানা কামাল বলেন, ‘আমরা কোনো ধারণার ভিত্তিতে রামপাল প্রকল্প বাতিল করে সুন্দরবন রক্ষার আন্দোলন করছি না। প্রকল্প নিয়ে দেশে-বিদেশে যেসব গবেষণা হয়েছে, তার ফলাফল দেখে আমরা নিশ্চিত হয়েছি, এটি নির্মিত হলে সুন্দরবনের ক্ষতি হবে।’

প্রধানমন্ত্রী দাভোসে আন্দোলনকারীদের মনে অন্য উদ্দেশ্য আছে বলে যে অভিযোগ তুলেছেন, সে সম্পর্কে সুলতানা কামাল বলেন, ‘আমাদের মনে একটাই উদ্দেশ্য—তা হচ্ছে সুন্দরবনকে সমূহ ক্ষতির হাত থেকে বাঁচানো। প্রধানমন্ত্রী যদি আমাদের মনে অন্য কোনো উদ্দেশ্য দেখে থাকেন, তাহলে তিনি তা জনসমক্ষে প্রকাশ করুন।’

জানতে চাইলে তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ বলেন, ‘দাভোসে প্রধানমন্ত্রী রামপাল নিয়ে যা বলেছেন, তাতে মনে হচ্ছে সরকার অস্বীকৃতির সংস্কৃতিতে ভুগছে, যা আত্মঘাতী। রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কারণে সুন্দরবনের ক্ষতির বাস্তবতাটি সবার কাছে পরিষ্কার। বিজ্ঞান দিয়ে প্রমাণিত। সরকারের উচিত ছিল সত্যকে স্বীকার করে এই প্রকল্প থেকে সরে আসা।’প্রথম আলো

বৈশ্বিক জ্ঞানকে স্বাগত জানাই: প্রধানমন্ত্রী

বার্তা সংস্থা বাসস জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সন্ধ্যায় দাভোসে ডব্লিউইএফের ‘ডিজিটাল লিডারস: পলিসি মিটিং অন জব’ শীর্ষক অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে ভাষণ দেন। স্থানীয় শেরাটন হোটেলে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের লাখ লাখ যুবশক্তির সৃজনশীলতা এবং উদ্ভাবনী শক্তির বিকাশে বাংলাদেশ বৈশ্বিক জ্ঞান এবং ব্যবসা-বাণিজ্যের সুযোগকে স্বাগত জানাবে।

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের সাফল্যগাথা সবার সামনে উপস্থাপনের জন্য এ বছর ডব্লিউইএফ তাদের বিশেষ অতিথি এবং প্যানেল আলোচক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মনোনীত করে।

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ নিজেকে উদীয়মান বৈশ্বিক জ্ঞানভিত্তিক অর্থনীতির এমন অবস্থানে তুলে এনেছে, যেখান থেকে উন্নয়নের পথে নানামুখী প্রতিবন্ধকতা সত্ত্বেও আমাদের সরকার দেশকে ডিজিটালাইজেশনের পথে চালিত করছে। তথ্যপ্রযুক্তির প্রসারের কারণে বাংলাদেশ তার যুব সম্প্রদায়ের সঙ্গে সর্বাধুনিক প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে চায়।’

পূর্ববর্তী নিবন্ধক্ষমতা ছাড়তে গাম্বিয়ার প্রেসিডেন্টকে ফের আল্টিমেটাম
পরবর্তী নিবন্ধকলকাতা বইমেলায় বাংলাদেশের ৩৮টি প্রকাশনা সংস্থা