বুধবার দুপুরে উপজেলার আলমপুর ইউনিয়নের বীরগ্রাম বড় মোল্লাপাড়ায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় হাফিজা খাতুন (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের নুর মোহাম্মদের বাড়ির পানিতে রাস্তায় কাদা হয়ে যেত। এজন্য রাস্তা খুড়ে ড্রেন করে পানি যাওয়ার ব্যবস্থা করা হয়। কয়েকদিন আগে স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে ড্রেনে দেয়ার জন্য একটি পাইপ নিয়ে আসেন নুর মোহাম্মদ।
কিন্তু বেশ কিছুদিন পার হলেও পাইপটি ড্রেনে না দিয়ে বাড়িতে রেখে দেন নুর মোহাম্মদ। দুপুরে ভ্যান নিয়ে ড্রেনের উপর দিয়ে যাওয়ার সময় নুর মোহাম্মদ ও তার স্ত্রী হাফিজা খাতুনের সঙ্গে মোকছেদ আলীর কথাকাটি হয়।
এক পর্যায়ে ভ্যানের হ্যান্ডেল বুকে আঘাত লাগলে মাটিতে লুটিয়ে পড়েন মোকছেদ আলী। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
ধামইরহাট থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ নুর মোহাম্মদের স্ত্রী হাফিজা খাতুন আটক করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।