২০২১ সালের আগে বাংলাদেশ মধ্যবিত্ত দেশে পরিণত হবে: কৃষিমন্ত্রী

শেরপুর প্রতিনিধি,  পপুলার২৪নিউজ

4কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, এখন বাংলাদেশ নিন্ম মধ্যবিত্ত দেশে পরিণত হয়েছে। আগামী ২০২১ এর আগে আমাদের দেশ মধ্যবিত্তে পরিণত হবে। আমাদের যে উন্নতি হয়ছে এটা আমরা বলি তা না। আমাদের প্রধানমন্ত্রী যে সুইজারল্যান্ড গেছেন, এখানে কিন্তু গরিব দেশেরা দাওয়াত পায় না। যারা মোটামুটি উন্নতি করছে এবং একটি জায়গায় পৌঁছায় তারাই সেখানে দাওয়াত পায়। লেখাপড়া-ব্যবসা বাণিজ্যসহ কিছুতে আমাদের দেশের নাম সারা দেশে ছড়িয়ে পড়েছে।  বুধবার সকালে শেরপুরের নালিাতাবাড়ী উপজেলার গোজাকুড়া ইউনিয়নের হাতেমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে কম্বল ও আর্থিক প্রনোদনা বিতরণকালে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, এখন আমরা শুধু কৃষির জন্য পদক পাই না, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তবে শুধু স্বয়ংসম্পূর্ণ না আমরা, খাদ্যে কিছু উদ্বৃদ্ধ করেছি তাই ভূমিকম্পে শ্রীলংকার বন্যার সময় আমরা নেপালে খাদ্য সহযোগিতা পাঠিয়েছি। তাই আপনার এটা বলতে পারেন বাংলাদেশে মানুষ খেয়ে পড়ে সুখে আছে। তবে অসুখে আছে একজন তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। তাঁর মনে সুখ নাই। তিনি ৯২ দিন মানুষ হত্যা করেছেন।

মতিয়া চৌধুরী বলেন, বিএনপি এখন আমাদের সাথে নির্বাচন নিয়ে কথা বলতে চায়। কিন্তু কি কারণে আপনাদের সাথে কথা বলতে হবে? জাতীয় নির্বাচনে তো আসল না। আপনি (খালেদা) তো মাছ খান না, মাছে ঝোল খান। আপনি জাতীয় নির্বাচন করলেন না, কিন্তু আপনি উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন করলেন।

এ সময় জেলা প্রশাসক ডা. এএম পারভেজ রহিম, পুলিশ সুপার রফিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সালাহ উদ্দিন শিকদার, উপজেলা পরিষদের চেয়ারমান মুখলেছুর রহমান রিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক উপস্থিত ছিলেন।

এদিন কৃষিমন্ত্রী নালিতাবাড়ী উপজেলার ৬টি ইউনিয়নের ৯৫টি শিক্ষা প্রতিষ্ঠানে নিজ তহবিল থেকে ৯৩৭ জন শিক্ষার্থীকে কম্বল ও ২২০ জন এসএসসি ও দাখিল পরিক্ষার্থীকে ১ লাখ ২০ হাজার টাকা প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জে প্রতিপক্ষের দোকান ও বাড়িঘর ভাঙচুর, লুটপাট
পরবর্তী নিবন্ধদারিদ্র্য দূরীকরণে ভূমিকা রাখবে জেলা পরিষদ: সমবায় মন্ত্রী