পপুলার নিউজ প্রতিবেদক:
বার্ষিক অর্জিত ছুটির টাকার দাবিতে ঢাকার কুড়িলে বিক্ষোভ করছে একটি পোশাক কারখানার শ্রমিকরা।
বুধবার বেলা দেড়টার দিকে ইউরো জোন ফ্যাশনসের কয়েকশ কর্মী রাস্তা বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে কারখানার মাঠে নিয়ে যায়।
বিক্ষোভে থাকা শ্রমিক মৌসুমী বলেন, “আমাদের বার্ষিক ১৮ দিনের ছুটির টাকা এক মাসের বেতনের অর্ধেকের চেয়েও বেশি। অধিকাংশ গার্মেন্টেসে এ টাকা পরিশোধ করা হলেও আমাদেরটা দেওয়া হচ্ছে না।”
কর্তৃপক্ষ বারবার সময় দিয়েও পেছানোর কারণে আন্দোলনে নামতে ‘বাধ্য হয়েছেন’ মন্তব্য করে তিনি বলেন, বুধবার ওই টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু কর্তৃপক্ষের সাড়া না পেয়ে দুপুরে কাজ বন্ধ করে শ্রমিকরা কুইন মেরি কলেজের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে।
বিক্ষোভের কারণে কুড়িল ফ্লাইওভার এলাকায় কিছু সময় যানজটের সৃষ্টি হলেও পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে কারখানার মাঠে নিয়ে গেলে রাস্তায় যান চলাচল স্বাভাবিক হতে থাকে।
ভাটারা থানার ওসি নুরুল মুক্তাদির বলেন, “আমরা শ্রমিকদের শান্ত করার চেষ্টা করছি। কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। আশা করছি, সব ঠিক হয়ে যাবে।”