পপুলার২৪নিউজ ডেস্ক:
চাকরির ইন্টারভিউতে সবকিছুরই মূল্যায়ন করা হয়। চোখে চোখ রেখে কথা বলতে পারা থেকে শুরু করে আপনার স্যুটের রঙের মতো বিষয়ও পর্যবেক্ষণ করা হয়।
সুতরাং ইন্টারভিউতে মুখোমুখি হওয়ার সময় হাত দুটি নিয়ে কী করবেন সে বিষয়েও আপনাকে একটু বাড়তি সতর্কতাই অবলম্বন করতে হবে।
এখানে আপনার হাতের কোন ভঙ্গি আপনার জন্য উপকারি হতে পারে আর কোন ভঙ্গি আপনার সর্বনাশ ডেকে আনবে তা তুলে ধরা হয়।
১. হাতের তালু প্রদর্শন করুন
এই অঙ্গভঙ্গি একাগ্রতা নির্দেশ করে। আর শতশত বছর ধরে এই অঙ্গভঙ্গি সততা এবং আনুগত্যের সঙ্গেও যুক্ত।
২. আপনার হাতের আঙ্গুলগুলো পরস্পরের বিপরীতে চাপ দিয়ে ধরুন
এতে আত্মবিশ্বাস প্রকাশ পায়। আত্মপ্রত্যয়ী রাজনীতিবিদ এবং নির্বাহীরা প্রায়ই এই অঙ্গভঙ্গি প্রদর্শন করেন।
৩. হাতের তালুগুলো নিচু করে রাখবেন না
এটি কর্তৃত্বের চিহ্ন। আর তালুগুলো নিম্নাভিমুখি করে রেখে কখনো হ্যান্ডশেক করবেন না।
৪. হাত লুকিয়ে রাখবেন না
কোলের ওপর বা পকেটে হাত রাখলে মনে হবে আপনি কিছু একটা লুকাচ্ছেন।
৫. অঙ্গুলি নির্দেশ বা আঙ্গুল ঠোকাঠুকি করবেন না
এই অঙ্গভঙ্গি অধৈর্য্য প্রকাশ করে। আর আপনি নিশ্চয় নিজেকে ধৈর্য্যহীন লোক হিসেবে উপস্থাপন করতে চান না।
৬. বাহুগুলো আড়াআড়ি করে ধরবেন না
এটি খুবই প্রতিরক্ষামূলক একটি ভঙ্গি। তার চেয়ে বরং নিজেকে খোলা মনের এবং অমায়িক হিসেবে উপস্থাপন করুন।