কিরগিজস্তানে বিমান বিধ্বস্তস্থল থেকে ৩৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। একদিন আগে দেশটির রাজধানী বিশকেকের উপকণ্ঠে একটি গ্রামে তুরস্কের একটি কার্গো বিমান বিধ্বস্ত হলে তারা নিহত হয়। মর্মান্তিক এ ঘটনায় আজ মঙ্গলবার দেশটিতে একদিনের শোক পালন করা হচ্ছে।
মধ্য এশিয়ার এ দেশের কর্তৃপক্ষ এসিটি এয়ারলাইন্স পরিচালিত কার্গো বিমান বিধ্বস্তের জন্য পাইলটের ভুলকে দায়ী করেছে। গতকাল সোমবার বিমানটি কিরগিজ রাজধানী বিশকেকের মনাস বিমান বন্দরে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার মধ্যে অবতরণের চেষ্টা করার সময় বিধ্বস্ত হয়।
দেশটির উপ-প্রধানমন্ত্রী মোখাম্মেতকালি আবুলগাজিয়েভ রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, স্থানীয় একটি মর্গে রাখা দচা সু গ্রামে বিমান বিধ্বস্তে নিহত ৩৭ জনের পরিচয় আজ মঙ্গলবার জানা গেছে। এদের মধ্যে ওই কার্গো বিমানের চার পাইলটের তিনজন রয়েছে। চতুর্থ পাইলটের লাশও পরে উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।