চীনের বিরুদ্ধে ভারতকে ঘিরে ফেলার অভিযোগ

পপুলার২৪নিউজ ডেস্ক:
পাকিস্তানকে দুটি রণতরী দেয়ার ঘটনায় চীনের বিরুদ্ধে ভারতকে ঘিরে ফেলার অভিযোগ উঠেছে।

বাণিজ্য ও দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি নাম করে পাকিস্তানের গাদার বন্দরকে চীনা লালফৌজের সামরিক ঘাঁটিতে পরিণত করা হচ্ছে বলে দাবি করেছে ভারত।

চীনের এই পদক্ষেপের কারণে গভীর উদ্বেগ জানিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও গোয়েন্দা সংস্থাগুলো।

গত রোববার গাদার বন্দরে পাক নৌ বাহিনীকে দুটি রণতরী সরবরাহ করে চীন। জাহাজ দুটিতে অত্যাধুনিক কামানসহ একাধিক ব্লাস্টিক মিসাইল রয়েছে।

কয়েক দিন আগে করাচি বন্দরে চীনা লালফৌজের নিউক্লিয়ার সাবমেরিনের উপস্থিতি দেখা গেছিল। এরপর গাদার বন্দরে চীন যুদ্ধজাহাজের উপস্থিতি দেখা গেল।

দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলংকার পর পাকিস্তানে এমন তৎপরতাকে ভারত মহাসাগরে আধিপত্য বিস্তারে চীনের মরিয়া চেষ্টার অংশ মনে করা হচ্ছে।

উল্লেখ্য, প্রস্তাবিত চীন-পাকিস্তান ইকোনমিক করিডোরের (সিপিইসি) জন্য খুবই গুরুত্বপূর্ণ বালুচিস্তান প্রদেশের গাদার বন্দর।

সম্প্রতি গাদার বন্দরের আধুনিকায়ণ করতে ইসলামাবাদকে প্রায় চার হাজার ছয়শ’ কোটি ডলার আর্থিক সাহায্য দেয় বেইজিং।

সিপিইসিকে শুধু বাণিজ্যক উদ্দেশ্যে নির্মাণ করা হচ্ছে বলে বেইজিং দাবি করছে। তবে ভারত মনে করছে, এটি আরেকটি চীনা সামরিক ঘাঁটিতে পরিণত হচ্ছে।

সিপিইসির একাংশ পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ও বালুচিস্তানের মধ্যে দিয়ে গেছে। এ কারণে ভারত তীব্রভাবে সিপিইসির বিরোধিতা করছে।

পূর্ববর্তী নিবন্ধকোচ-কিউরেটরদের ষড়যন্ত্রে হারল বাংলাদেশ!
পরবর্তী নিবন্ধবিএনপির নাম নালিশ পার্টি রাখা উচিত: সেতুমন্ত্রী