পপুলার২৪নিউজ ডেস্ক:
পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন চাঁদের বুকে অবতরণকারী মার্কিন নভোচারী জিন সারনেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮২। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’ এ তথ্য জানিয়েছে।
চাঁদের বুকে দু’বার অবতরণকারী তিনজন ব্যক্তির মধ্যে সারনেন একজন।
সারনেনের পরিবার জানিয়েছে, শারীরিক অসুস্থতার কারণে তিনি মারা গেছেন।
১৯৩৪ সালের ১৪ মার্চ শিকাগোতে জন্ম নেন সারনেন। চাঁদে যাওয়া নভোচারীদের মধ্যে তিনি ছিলেন সর্বশেষ ব্যক্তি। ১৯৭২ সালে চাঁদে শেষ ব্যক্তি হিসেবে পা রাখেন সারনেন। সে সময় তিনি ‘অ্যাপোলো ১৭’ মিশনের কমান্ডার ছিলেন।
এই মিশনের আগে ১৯৬৬ এবং ১৯৬৯ সালে দু’বার মহাকাশে গিয়েছিলেন এই নভোচারী। পরে ১৯৭৬ সালে নভোচারী পদ থেকে অবসর নিয়ে টেলিভিশনে যোগ দেন সারনেন।
এ পর্যন্ত ১২ জন নভোচারী চাঁদে গিয়েছেন এবং তাদের মধ্যে এখনো ছয়জন জীবিত আছেন।
এদিকে চাঁদজয়ী এ নভোচারীর অন্ত্যেষ্টিক্রিয়ার বিষয়ে বিস্তারিত কয়েকদিনের মধ্যেই জানানো হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।