পপুলার২৪নিউজ প্রতিবেদক:
কাঁচামালের অভাবে উৎপাদন বন্ধ রয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারির। ২০১৬ সালের ২১ জুলাই থেকে এ উৎপাদন বন্ধ রয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে তথ্য প্রকাশ করা হয়েছে। সোমবার এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ডিএসইর তদন্তের আলোকে উৎপাদন বন্ধ রয়েছে বলে সিভিও কর্তৃপক্ষ জানিয়েছেন। সিলেট গ্যাস ফিল্ডস ২০১৬ সালের ১৭ জুলাই থেকে কাঁচামাল কনডেন্সড সরবরাহ বন্ধ করে দেয়। এরপরে মজুদকৃত কনডেন্সড দিয়ে ২০ জুলাই পর্যন্ত উৎপাদন কার্যক্রম পরিচালনা করা হয়। আর ২১ জুলাই থেকে সম্পূর্ণরূপে উৎপাদন বন্ধ রয়েছে।
উল্লেখ্য, রবিবার (১৫ জানুয়ারি) লেনদেন শেষে সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ার দর দাঁড়িয়েছে ২০৯.৪০ টাকায়।