পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
বহুল আলোচিত সাত খুন মামলায় বাদীপক্ষের অন্যতম আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, রায় কার্যকর না হওয়া পর্যন্ত আইনজীবীরা অতন্দ্র প্রহরীর মতো সচেতন থাকবেন।
সোমবার নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের দুই মামলায় প্রধান আসামি নূর হোসেন এবং র্যাবের তিন কর্মকর্তাসহ ২৬ আসামির মৃত্যুদণ্ড ও মামলার বাকি নয় আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঘোষণার পর এ মন্তব্য করেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বলেন, সাত খুন মামলার বিচারকাজ শুরু এবং কোনো ধরনের প্রভাবছাড়া মামলা কার্যক্রম শেষে আকাঙ্ক্ষিত রায় পেয়েছি আমরা। এই রায়ে আমরা ন্যায়বিচার পেয়েছি।
তিনি আরও বলেন, বিচারকাজ শুরু ও সঠিকভাবে পরিচালনা করতে দল-মত নির্বিশেষে আমরা আইনজীবীরা এক হয়েছিলাম। এতে উচ্চ আদালতের সিনিয়র আইনজীবীরাও একাত্মতা পোষণ করেছিলেন। রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমরা সবাই অতন্দ্র প্রহরী হিসেবে থাকব, যাতে কোনোভাবে অপরাধীরা পার না পায়।
উচ্চ আদালতে বিচারিক আদালতের রায় যাতে বহাল থাকে সে বিষয়ে সেখানকার সিনিয়র আইনজীবীরা সচেষ্ট রয়েছেন বলেও জানান এই আইনজীবী।
এদিকে সকালে রায় ঘোষণার সময় মামলার ৩৫ আসামির মধ্যে ২৩ জন আদালতে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ১৭ জন র্যাবের সদস্য। মামলার শুরু থেকেই র্যাবের সাবেক ৮ সদস্যসহ ১২ আসামি পলাতক।
এর আগে ২০১৪ সালের ২৭ এপ্রিল দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজন।
তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে একে একে ভেসে ওঠে ছয়টি লাশ। পরদিন মেলে আরেকটি লাশ।
নজরুল ও চন্দন কুমার ছাড়া নিহত বাকিরা হলেন, নজরুলের বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম ও চন্দন সরকারের গাড়িচালক মো. ইব্রাহীম।
এরপর ২৮ এপ্রিল নিখোঁজ নাসিক কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি প্রথম মামলা করেন। আর ৮ মে নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল দ্বিতীয় মামলা করেন।
২০১৫ সালের ৮ এপ্রিল পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে চার্জ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়।