রোববার দুপুরে কীর্তনখোলা নদীর দপদপিয়া এলাকায় কচ্ছপ দুটি ধরা পড়ে।
বন বিভাগের বরিশাল রেঞ্জ কর্মকর্তা তাপস কুমার বলেন, বরিশাল ডিসি ঘাট এলাকা থেকে স্পিডবোট যোগে কচ্ছপগুলো ভোলায় নেয়ার প্রস্তুতি চলছিল। এসময় আমাদের এক কর্মকর্তা বিষয়টি টের পেয়ে জানালে প্রথমে আমরা কচ্ছপগুলো উদ্ধার করে নদীতে অবমুক্ত করে দেই। পরে পাচারকারী চক্র ট্রলার যোগে ওই কচ্ছপগুলো নদী থেকে তুলে ফের বস্তাবন্দী করে নিয়ে যাওয়ার প্রক্রিয়া করে। এসময় কোস্ট গার্ডকে খবর দিলে তারা গিয়ে কচ্ছপগুলো উদ্ধার করে।
উদ্ধারকৃত কচ্ছপগুলো বিলুপ্ত প্রজাতির বলে জানান বন বিভাগের এই কর্মকর্তা।
কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার আনিসুর রহমান জানান, কচ্ছপ পাচার করার খবর পাওয়া গেলে দপদপিয়া ব্রিজের নিচে কীর্তনখোলা নদীতে অভিযান চালালে কোস্ট গার্ডের সদস্যদের দেখে একটি ট্রলারে থাকা কিছু লোকজন বস্তাভর্তি অবস্থায় কচ্ছপগুলো নদীতে ফেলে পালিয়ে যায়। এসময় ওই বস্তা থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।