আবারও সাউদির অক্রিকেটীয় আচরণ

পপুলার২৪নিউজ ডেস্ক:
8আবারও অক্রিকেটীয় আচরণ করলেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। এবার তার অক্রিকেটীয় আচরণের শিকার হলেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।

ঘটনার সূত্রপাত বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে। ব্যাট করছিলেন দুই ওপেনার তামিম ইকবাল এবং ইমরুল কায়েস। ইনিংসের ৫ম ওভারে বল করছিলেন টিম সাউদি।

সাউদির করা দ্বিতীয় বলটি ডিফেন্স করেন তামিম ইকবাল। নিজের বলে নিজেই ফিল্ডিং করেন সাউদি। তবে বল ধরেই সরাসরি স্ট্রাইকিং প্রান্তে থাকা তামিম ইকবালের দিকে থ্রো করেন।

বল গিয়ে সরাসরি তামিমের পায়ে লাগে। সঙ্গে সঙ্গে হাত তুলে তামিমকে কিছু একটা বলতে চাইলেন সাউদি। তামিমও অবশ্য সাউদির এমন আচরণের অসন্তুষ্ট হন।

তিনি ইঙ্গিতে সাউদিকে বোঝানোর চেষ্টা করেন, স্টাম্পটা তার থেকে অনেক দূরে।

সাউদির এমন আচরণের শিকার হয়েছিলেন সাকিব আল হাসানও। প্রথম ইনিংসে শুক্রবার দিনের দ্বিতীয় ওভারের সময় স্টাম্প লক্ষ্য করে থ্রো করেন সাউদি। তবে বল এসে সরাসরি সাকিবের গোড়ালিতে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান বিশ্বসেরা এ অলরাউন্ডার।

টিভি ধারাভাষ্যকাররাও সাউদির এমন আচরণের সমালোচনা করেন। ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার ইয়ান স্মিথ বলেন, এটা ক্রিকেটীয় আচরণ হতে পারে না। এটা মেনে নেয়ার মতো নয়।

অবশ্য এমন আচরণের জন্য সাকিবের কাছে ক্ষমাও চান সাউদি।

পূর্ববর্তী নিবন্ধশ্রেষ্ঠ অভিনেতা আমির,অভিনেত্রীআলিয়া
পরবর্তী নিবন্ধকাওরাকান্দি ফেরিঘাট এখন কাঁঠালবাড়িতে