আ’লীগ নেতা খুনের প্রধান আসামি জাসদ নেতা

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
7কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান সাবু খুনের ঘটনায় জাসদ নেতাকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

রোববার সকালে কুষ্টিয়ার মিরপুর থানায় নিহতের ভাই হাবিবুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলায় মিরপুর উপজেলা জাসদের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মিলনকে প্রধান আসামি করা হয়েছে।

মিরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, উপজেলার আমবাড়িয়া ইউনিয়নে সদ্য আওয়ামী লীগে যোগ দেয়া পল্লী চিকিৎসক লুৎফর রহমান সাবু হত্যার ঘটনায় নিহতের ছোট ভাই হাবিবুর রহমান বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে। আমবাড়িয়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মিলনকে প্রধান আসামি করে এজাহারে আরো ১২জনের নাম রয়েছে। এছাড়াও অজ্ঞাত ৮-১০ জনকেও আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গত ১১ জানুয়ারী কুষ্টিয়ার মিরপুরে সদ্য আওয়ামী লীগে যোগ দেয়া লুৎফর রহমান সাবুকে উপজেলার আমবাড়িয়া গোরস্থানের সামনে প্রকাশ্যে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করা হয়। ওই খুনের ঘটনায় জাসদ নেতারা সরাসরি জড়িত দাবি করে আসছে স্থানীয় আওয়ামী লীগ। খুনের ঘটনায় তাৎক্ষণিক উপজেলা জাসদের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মিলনের বাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ আওয়ামী লীগ কর্মী ও নিহতের স্বজনেরা। ওইদিন বিকালে হত্যার প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল থেকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা জাসদ কার্যালয়ে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়।

পূর্ববর্তী নিবন্ধকল্যাণের জামিন নামঞ্জুর
পরবর্তী নিবন্ধশ্রেষ্ঠ অভিনেতা আমির,অভিনেত্রীআলিয়া