ভোলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত,সড়ক অবরোধ

ভোলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
5ভোলায় সড়ক দুর্ঘটনায় মাহবুবা বেগম (৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।রবিবার দুপুরে ভোলা-চরফ্যাশন আাঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে রাখে। তারা শিশু হত্যার বিচার দাবি করে বিক্ষোভ মিছিল করেছে। এ সময় দুইটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়েছে।

নিহত মাহবুবা দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ইসমাঈল ফরাজী বাড়ির মাওলানা আবুল খায়েরের মেয়ে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার দুপুরে স্কুল ছুটি শেষে ঘুইংগারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী মাহবুবা বেগম একই ক্লাসের বোন হাবিবা বেগমের হাত ধরে বাড়ি যাচ্ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ি সংলগ্ন ভোলা-চরফ্যাশন সড়কে রেবা রহমান কলেজের সামনে চরফ্যাশন-ভোলা রুটের দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস শিশু মাহবুবাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়।

এদিকে স্কুলছাত্রী মাহবুবা নিহত হওয়ার প্রতিবাদে স্থানীয় বিক্ষুব্ধ এলাকাবাসী সাড়ে ১২টা থেকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে অবরোধ করে রাখে। তারা শিশু হত্যার বিচার দাবি করে বিক্ষোভ মিছিল করেছে। এ সময় দুইটি যাত্রীবাহী বাস ভাঙচুর হয়েছে। এদিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখায় ওই রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।
এ ব্যাপারে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, সড়ক দুর্ঘটনায় শিশু নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। তবে, এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়ক অবরোধ চলছিল। যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী সুইজারল্যান্ড যাবেন রাতে
পরবর্তী নিবন্ধকল্যাণের জামিন নামঞ্জুর