চুয়াডাঙ্গায় তীব্র শীতে ৪ জনের মৃত্যু

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
4চুয়াডাঙ্গার জীবননগরে তীব্র শীতে ৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে ২ জন ও রোববার সকালে দুইজন মারা গেছেন।

পারিবারিক সূত্র জানিয়েছে, শনিবার রাতে উপজেলার উথলী গ্রামের মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম জুড়োন (৬২) ও গঙ্গাদাসপুর গ্রামের ইসলাম উদ্দিন কবিরাজ (৬৫), এবং রোববার সকালে ধোপাখালী গ্রামের নজরুল ইসলাম (৭০) ও তেতুলিয়া গ্রামের ছমিরন নেছা (৭৫) শীতজনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায়, শনিবার উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৫ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমে এ উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা। রোববার উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস।

গত শুক্রবার থেকে শুরু হওয়া শৈত্যপ্রবাহের কারণে হাড়কাঁপানো শীতে উপজেলার জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। শৈত্যপ্রবাহের প্রভাবে গত ৩দিনে জীবননগরের আকাশে খুব একটা সূর্যের দেখা মেলেনি। মাঝে মধ্যে দেখা মিললেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। এ কারণে ক্রমেই বাড়ছে শীতের প্রকোপ। দিন দিন তাপমাত্রা আরো কমে যাওয়ায় শীতের তীব্রতা অনুভূত হচ্ছে বেশী।

শীতে দুর্ভোগ দুর্দশা বাড়ছে ছিন্নমূল মানুষের। কষ্টে পড়েছে বৃদ্ধ, শিশু এবং সকাল হলেই কর্মের সন্ধানে ছুটতে হয় এমন মানুষরা। শৈত্যপ্রবাহের কারণে সৃষ্ট হাড়কাঁপানো শীতে মানুষের পাশাপাশি গবাদি পশু-পাখিও কাবু হয়ে পড়েছে।

এই শীতের কারণে উপজেলায় মাথাব্যাধা, কোল্ড ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসনালীর প্রদাহ ও সর্দি-জ্বরসহ বিভিন্ন শীতজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। কনকনে শীতে সন্ধ্যায় বাজার-ঘাট প্রায় জনশূন্য হয়ে পড়ছে। জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে যাচ্ছেন না।

এলাকার ছিন্নমূল মানুষেরা খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছেন। বাজারের পুরাতন কাপড়ের দোকানগুলোতে শীতবস্ত্র কেনার জন্য নিম্ম আয়ের ও ছিন্নমূল মানুষের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে।

পূর্ববর্তী নিবন্ধসিলেটে ৬ কোটি টাকার মাদক ধ্বংস
পরবর্তী নিবন্ধগণভবন থেকে আখেরি মোনাজাতে অংশ নিলেন প্রধানমন্ত্রী