পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুরে বাড়িতে আগুন লেগে লাবণ্য প্রভা (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।শনিবার দিবাগত রাতে উপজেলার কয়ামাজমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নারী ওই গ্রামের মৃত নীরঞ্জন মন্ডলের স্ত্রী। তিনি একাই বাড়িতে থাকতেন। তার একমাত্র ছেলে দুলাল মন্ডল রাজশাহী বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসক। তিনি শহরেই থাকেন।
স্থানীয়রা জানান, শনিবার রাত ১২টার দিকে কয়ামাজমপুর গ্রামের বৃদ্ধা লাবণ্য প্রভার বাড়িতে হঠাৎ করেই আগুনের সূত্রপাত ঘটে। এসময় তিনি ঘরের মধ্যে ঘুমিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যেই আগুনে পুড়ে মারা যান তিনি। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করে। তবে তার আগেই বৃদ্ধার দুটি ঘরই পুড়ে যায়।
খবর পেয়ে রাত ১টার দিকে ঘটনাস্থল থেকে লাবণ্য প্রভার লাশ উদ্ধার করে পুলিশ। রোববার সকালে ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিমেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপ-পরিদর্শক আব্দুস সালাম বলেন, এবিষয়ে এখনো মামলা হয়নি। আগুনের ঘটনাটি রহস্যজনকই মনে হচ্ছে। তবে তদন্তের আগে কিছু বলা যাচ্ছে না।
মরদেহের ময়নাতদন্তের পর মামলা হতে পারে বলেও জানান তিনি।