পপুলার২৪নিউজ ডেস্ক:
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কাছে ক্ষমা চেয়েছেন নিউজিল্যান্ড পেসার টিম সাউদি। খেলার সময় অনিচ্ছাকৃতভাবে সাকিবের শরীরে বল লেগেছে বলেও দাবি করেছেন এ কিউই পেসার।
তিনি বলেন, এটা সত্যিই দুঃখজনক। এর জন্য সাকিবের কাছে ক্ষমাও চেয়েছি আমি। আমার বিশ্বাস সে আমাকে ক্ষমা করেছে।
ঘটনার সূত্রপাত শুক্রবার দিনের দ্বিতীয় ওভারের সময়। স্টাম্প লক্ষ্য করে থ্রো করেন সাউদি। তবে বল এসে সরাসরি সাকিবের গোড়ালিতে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান বিশ্বসেরা এ অলরাউন্ডার।
টিভি ধারাভাষ্যকাররাও সাউদির এমন আচরণের সমালোচনা করেন। ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার ইয়ান স্মিথ বলেন, এটা ক্রিকেটীয় আচরণ হতে পারে না। এটা মেনে নেয়ার মতো নয়।
অবশ্য দিনশেষে ডাবল সেঞ্চুরি তুলে নিয়ে সাকিব যখন সংবাদ সম্মেলনে এলেন তখন সাউদিকে ক্ষমা করার বিষয়টিও জানালেন।
সাকিব বলেন, ক্রিকেটে এমন ঘটনা এর আগেও অনেকবার হয়েছে। আসলে কেউই ইচ্ছা করে গায়ে থ্রো করেন না। এটা নিয়ে বলার কিছু নেই।