পপুলার২৪নিউজ ডেস্ক:
করাচির একটি রেস্তরাঁয় রুটি-পরোটা বানিয়ে বিক্রি করেন হানান খান। সুস্বাদু রোল-কাবাবও তৈরি হয় তার হাত দিয়ে।
১৯ বছর বয়সী এই তরুণকে এখন একটু অন্য চোখেই দেখছে পাকিস্তান। কারণ সেদেশের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ) থেকে ডাক পেয়েছেন তিনি।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মালয়েশিয়ার বিরুদ্ধে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে এনসিএ একাদশ। সেই দলেই সুযোগ পেলেন হানান। গলি থেকে রাজপথের গল্প না হলেও হানানের গল্পটা দুর্দান্ত নিঃসন্দেহে। পরোটা বিক্রেতার ক্রিকেটার হওয়ার খবর প্রকাশ করেছে পাকিস্তানের বেশ কয়েকটি প্রথম সারির গণমাধ্যম।
হানান নিজেই বিশ্বাস করতে পারছেন না যে, তিনি জাতীয় অ্যাকাডেমিতে ডাক পেয়েছেন। বলছেন,”আমি প্রথমে ভেবেছিলাম কেউ মজা করছে ফোন করে। পরে আমি নিজে আবার ফোন করে নিশ্চিত হই। সুযোগ পেয়ে আমি খুশি। পিসিবি আমাকে দারুণ ভাবে সাপোর্ট করেছে। বেলুচিস্তান থেকে উঠতি ক্রিকেটারদের তুলে নিয়ে আসছে তারা। এই অঞ্চলে সেভাবে কেউ ক্রিকেট খেলে না। তবু নির্বাচকরা এসেছেন আমাদের খেলা দেখার জন্য। এটাই অনেক। ”
হানান বাঁ-হাতি ব্যাটসম্যান। এর আগে তিনি ঘরোয়া ক্রিকেটে খেলেছেন। এমনকী পাকিস্তান সুপার লিগেও সুযোগ পান তিনি। কুইটা গ্ল্যাডিয়েটরসের ট্যালেন্ট হান্ট থেকে উঠে এসেছিলেন তিনি। এখন লক্ষ্য জাতীয় দলের হয়ে খেলা।