সাকিবের ডাবল সেঞ্চুরি

ওয়েলিংটনে টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি করেছেন সাকিব আল হাসান। ছবি: এএফপিপপুলার২৪নিউজ ডেস্ক:

তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন সাকিব আল হাসান। এর আগে ২০১৩ সালে মুশফিকুর রহিম ও ২০১৫ সালে তামিম ইকবাল টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন। ওয়েলিংটন টেস্টে আজ ৫ রান নিয়ে ব্যাট করতে নামা সাকিব সারা দিনে দুর্দান্ত ব্যাটিং করে টেস্টে তাঁর প্রথম ডাবল সেঞ্চুরিটি তুলে নিয়েছেন।

টেস্টে এটি সাকিবের চতুর্থ সেঞ্চুরি। দুই বছর পর টেস্টে সেঞ্চুরির দেখা পেলেন। সেটিকেই রূপ দিলেন ডাবলে। ইনিংসের ১২৫তম ওভারে গ্রান্ডহোমকে চার মেরে ডাবল ফিগারে পৌঁছে যান সাকিব। এর আগে সাকিবের ক্যারিয়ার সর্বোচ্চ ছিল ১৪৪ রান। ২০১১ সালে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে এই ইনিংসটি খেলেছিলেন। শুধু টেস্ট নয়, প্রথম শ্রেণির ক্রিকেটেও সেটি ছিল সাকিবের ক্যারিয়ার সেরা।

সেটিকেই এবার ডাবলে নিয়ে যাওয়া সাকিবের সামনে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড নিজের করে নেওয়ার সুযোগ। ২০১৫ সালে খুলনা টেস্টে পাকিস্তানের বিপক্ষে করা তামিমের ২০৬ এখন পর্যন্ত টেস্টে কোনো বাংলাদেশির করা সর্বোচ্চ ইনিংস। আজ ড্রেসিং রুমের সিঁড়িতে বসে তামিম দেখছেন সাকিবের ইতিহাস গড়ার সেই মুহূর্তটি। আর প্রথম বাংলাদেশি ডাবল সেঞ্চুরিয়ান মুশফিক সাকিবের সঙ্গে উইকেটেই আছেন। গড়ে তুলেছেন ইতিহাস গড়া এক জুটি।

পূর্ববর্তী নিবন্ধআমবয়ানের মাধ্যমে ইজতেমার প্রথম পর্ব শুরু
পরবর্তী নিবন্ধমুশফিকের কয়েন রহস্য