পপুলার২৪নিউজ ডেস্ক:
বর্ষবরণের রাতে বেঙ্গালুরুতে নারীর শ্লীলতাহানির ঘটনায় এবার মুখ খুললেন কলকাতার জনপ্রিয় অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী। এই ঘটনাকে জঘন্য বলে মন্তব্য করেছেন তিনি। খবর আনন্দবাজারের।
বেঙ্গালুরুর ঘটনায় অনেক রাজনীতিবিদ মেয়েদের পোশাক নিয়ে আপত্তি তুলেছেন। এনিয়ে পুরো ভারতজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।
এর আগে অবশ্য বারাসতকাণ্ডে মুখ খুলে তোপের মুখে পড়েছিলেন চিরঞ্জিৎ। তবে বিখ্যাত এ অভিনেতার দাবি, সে সময় তার বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছিল।
তবে মেয়েদের পোশাক নিয়ে এখনও এ অভিনেতার আপত্তি রয়েছে।
তিনি বলেন, যখন কোনো ছেলে বা মেয়ে পার্ক হোটেলে রক ডান্স করতে যাবে তখন নিশ্চয়ই ধুতি বা বেনারসি শাড়ি পরে যাবে না। আবার মফস্সল থেকে যে মেয়েটি ট্রেনে করে টিউশন পড়তে যায় তার পোশাকও সেই অনুযায়ী হবে। তবে কোথায় যাচ্ছে, আর যথাযথ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে কিনা সেটা ভেবে মেয়েদের পোশাক নির্বাচন করতে হবে।
চিরঞ্জিৎ বলেন, মেয়েরা যদি শারীরিক শক্তিতে ছেলেদের সমানই হত, তাহলে তো ছেলেদের শ্লীলতাহানির খবরও একই রকম পাওয়া যেত। পোশাক যে কখনও কখনও উত্তেজনা তৈরি করে এটা কিন্তু মেয়েরাও জানে। এমন ঘটনার আরও অনেক কারণ থাকতে পারে। তার মধ্যে পোশাকও একটা।