পপুলার২৪নিউজ প্রতিবেদক:
পাঠ্যপুস্তকে ‘সাম্প্রদায়িক ও ধর্মীয় বিদ্বেষমূলক’ বিষয়ের অন্তর্ভুক্তি সংখ্যালঘুদের ভবিষ্যৎ আরও বিপন্ন করে তুলবে বলে মনে করছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা।
ঐক্য পরিষদের নেতারা বলেছেন, পাঠ্যপুস্তকের যে পরিবর্তন আনা হয়েছে, তাতে সাম্প্রদায়িকতার সূক্ষ্ম চর্চা আছে, ধর্মীয় বিদ্বেষ ও বৈষম্য তৈরির একটি প্রক্রিয়া আছে। এ অবস্থায় এসব পাঠ্যবই প্রত্যাহারের সঙ্গে বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠনের মাধ্যমে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন তাঁরা।
আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি-২০১৬’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, বছরের শুরুতে এ দেশের কোমলমতি শিক্ষার্থীদের হাতে যে বই তুলে দেওয়া হয়েছে, তাতে নতুন করে সংযোজিত ও বিয়োজিত বিষয়গুলো প্রমাণ করে যে বাংলাদেশ তার ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িকতা ও বহুত্ববাদী সংস্কৃতির অবস্থান থেকে আরও দূরে সরে যাচ্ছে। ‘হিন্দুয়ানি ও নাস্তিক্যবাদের’ অভিযোগে একটি বিশেষ গোষ্ঠীর এজেন্ডা পূরণে যদি এটা হয়ে থাকে, তাহলে এর কুফল হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে হুমকির মুখে ফেলবে।
এ ছাড়া ২০১৬ সালে বাংলাদেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর কমপক্ষে ১ হাজার ৪৭১টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে উল্লেখ করে রানা দাশগুপ্ত বলেন, ২০১৫ সালের তুলনায় যা সাড়ে পাঁচ গুণ বেশি। সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর নির্যাতন ও হামলা নিরসনে প্রশাসন ও রাজনৈতিক দলগুলো কোনো ভূমিকা নেয়নি অভিযোগ করে তিনি আরও বলেন, বিদ্যমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। এটা না হওয়া পর্যন্ত এই সাম্প্রদায়িক হামলাকারীদের বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাস দমন আইনের আওতায় বিচার করতে হবে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নিম চন্দ্র ভৌমিক।