সাগরে ডুবোচরে আটকা পড়েছে পর্যটকবাহী জাহাজ

 জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ

5কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে পর্যটকবাহী জাহাজ এলসিটি কাজল সাগরে ডুবোচরে আটকা পড়েছে। ওই জাহাজে ৭৫০’রও বেশি পযর্টক রয়েছে, যা ধারণ ক্ষমতার দুই গুণেরও বেশি।

জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার উদ্দেশে রওনা হয় জাহাজটি। পথিমধ্যে মিয়ানমার সীমান্তবর্তী বঙ্গোপসাগরের নাইক্ষ্যংদিয়া এলাকায় সকাল সাড়ে ১১টার দিকে আটকা পড়ে জাহাজটি। জাহাজে থাকা যাত্রীদের মধ্যে কান্নার রোল পড়ে যায়।

এ বিষয়টি নিশ্চিত করে উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. শফিউল আলম জানান, ‘জাহাজ আটকা পড়ার খবর পেয়েছি। জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। অতিরিক্ত
যাত্রী বহন করার বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

পূর্ববর্তী নিবন্ধদুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার ঘটনায় মামলা
পরবর্তী নিবন্ধকুড়িগ্রামে শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত