মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলনে যোগ দেবেন জন কেরি

24

পপুলার২৪নিউজ ডেস্ক: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রবিবার প্যারিসে মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলনে যোগ দেবেন। এতে ইসরাইল আরো ক্ষুব্ধ হবে বলে ধারণা করা হচ্ছে।

এ সম্মেলনে ইসরাইল ও ফিলিস্তিনের কোন নেতা অংশ নিচ্ছেন না। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আশংকা এ সম্মেলন তার কূটনীতিক বিচ্ছিন্নতাকে আরো তীব্র করবে।

ফিলিস্তিনে ইসরাইলী বসতি স্থাপনের নিন্দা জানাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোটাভুটির মাত্র কয়েক সপ্তাহ পর এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে দুই রাষ্ট্রভিত্তিক একটি শান্তিচুক্তি করার ব্যাপারে আন্তর্জাতিক সমর্থন আদায়ের ওপর গুরুত্ব দেয়া হবে।

উল্লেখ্য, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ওই ভোটে যুক্তরাষ্ট্র প্রস্তাবে ভেটো দেয়ার পরিবর্তে ভোটদানে বিরত থাকে। অবশ্য এর আগে এ ধরনের প্রস্তাবের ক্ষেত্রে ওয়াশিংটনকে বরাবরই ভেটো দিতে দেখা গেছে। গত মাসে কেরি তার এক গুরুত্বপূর্ণ ভাষণে দুই রাষ্ট্র সমাধান প্রস্তাবের ওপর বেশী গুরুত্বারোপ করেন। এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, বাইরের কোন শক্তি ইসরাইলকে বসতি স্থাপনের পদক্ষেপ থেকে দূরে রাখতে পারবে না।

পূর্ববর্তী নিবন্ধধোনির বিদায়বেলায় সাক্ষাতকার নিলেন চিরপ্রতিদ্বন্দ্বী যুবরাজ!
পরবর্তী নিবন্ধমাগুরায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার