পপুলার২৪নিউজ ডেস্ক:
রাজধানীর বাড্ডার সাঁতারকূল থেকে চট্টগ্রাম বন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় আমদানি করা ৭৫ টন রেডওক ভিনিয়ার্ড বোর্ড জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। আজ মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সাঁতারকূল উডএন ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এসব বোর্ড জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান বলেন, চাঁদপুর প্লাস্টিক নামে একটি প্রতিষ্ঠান এসএফ ট্রেডার্স সিঅ্যান্ডএফ এজেন্টের মাধ্যমে এমডিএফ বোর্ড ঘোষণা দিয়ে বিল অব এন্ট্রি দাখিল করে। এমডিএফের শুল্ক কর ৪৩.০৮ শতাংশ। কিন্তু ওয়্যারহাউজে অভিযানে ৭৫ টন রেডওক ভিনিয়ার্ড বোর্ড পাওয়া যায়। আমদানি শুল্ক কর ৭৫.০৪ শতাংশসহ এর মূল্য প্রায় ২০ লাখ টাকা।প্রতিষ্ঠানটি মাত্র ৭ লাখ টাকা দিয়ে চট্টগ্রাম কাস্টম হাউস থেকে বোর্ডগুলো ছাড় করায়। যাতে শুল্ক ফাঁকি হয়েছে ১২ লাখ ৬৬ হাজার টাকা। বর্তমানে পণ্যভর্তি প্রতিষ্ঠানটি সিলগালা করে পণ্যগুলো প্রতিষ্ঠানের মালিকের জিম্মায় রাখা হয়েছে। এ বিষয়ে একটি কাস্টমস মামলা হয়েছে। ড. মইনুল খান আরো জানান, আটক পণ্যের চালানটি চট্টগ্রাম কাস্টমস কমিশনারের কাছে পাঠানো হয়েছে। শুল্ক ফাঁকি দিয়ে কিভাবে বন্দর থেকে ছাড় হলো সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।