গোপালগঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

 হায়দার হোসেন,পপুলার২৪নিউজ

22গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অপর্ণ করে শ্রদ্ধা ও বিশেষ মোনাজাত করেন।

এ সময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আবুল বাসার খায়ের, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, সাবেক চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, সাবেক পৌর মেয়র ইলিয়াস হোসেনসহ আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সকাল ১১টায় স্থানীয় বঙ্গবন্ধু সরকারি কলেজ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে তা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম মুন্না, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম সিকদার, সাধারণ সম্পাদক মোল্লা রনি হোসেন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিউটন মোল্লা, পৌর ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল প্রমুখ।

 

পূর্ববর্তী নিবন্ধসবুজ উইকেট দেখে আনন্দিত তাসকিন
পরবর্তী নিবন্ধস্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড