বেনাপোল সীমান্ত থেকে ৮৫ বাংলাদেশি আটক

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
18যশোরের বেনাপোল সীমান্ত পথে অবৈধভাবে ভারত থেকে দেশে ফেরার সময় ৮৫ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আজ মঙ্গলবার ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত বেনাপোল সীমান্তের পুটখালী চরের মাঠ ও দৌলতপুর মাঠে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, এ ঘটনায় অনুপ্রবেশের অভিযোগে ১১-সি ধারায় মামলা করে আটক সবাইকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ২৫ নারী, ৩৬ পুরুষ ও ২৪টি শিশু রয়েছে। তাদের বাড়ি নড়াইল, সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়।

বিজিবি জানায়, সীমান্ত পথে অবৈধভাবে বেশ কয়েকজন নারী, পুরুষ ও শিশু ভারত থেকে দেশে ফিরছিল। খবর পেয়ে ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত এলাকায় পৃথকভাবে অভিযান চালায়। এসময় পুটখালী চরের মাঠ এলাকা থেকে ৫৫ জন ও দৌলতপুর মাঠ থেকে ৩০ জন বাংলাদেশিকে আটক করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে আগেই পাচারকারীরা পালিয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধদ্রুত গর্ভধারণের জন্য কিছু টিপস
পরবর্তী নিবন্ধঅন্যের জন্য বিরক্তিকর ১০ অভ্যাস