রাকিব হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
15শিশু রাকিব হত্যা মামলায় হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই শুনানি শুরু হয়।

দেশের ইতিহাসে খুলনার আলোচিত শিশু রাকিব হত্যা মামলার কার্যক্রম বিচারিক আদালতে স্বল্প সময়েই শেষ হয়।

আজ আলোচিত এই মামলার পেপার বুক উপস্থাপনের মাধ্যমে ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হলো হাইকোর্টে।

রাষ্ট্রপক্ষে পেপার বুক উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির।

আসামিদের পক্ষে আছেন আইনজীবী গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল।

রাকিব হত্যা মামলায় ২০১৫ সালের ৮ নভেম্বর খুলনা দায়রা জজ আদালত আসামি মো, শরীফ ও মিন্টু খানের মৃত্যুদণ্ডাদেশ দেন।

রায় ঘোষণার দ্বিতীয় দিনেই নিম্ন আদালতের রায়ের নথিসহ প্রয়োজনীয় কাগজপত্র হাইকোর্টে পৌঁছে। এটি বাংলাদেশের বিচারিক ইতিহাসের অন্যতম নজীর।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৩ আগস্ট খুলনায় একটি গ্যারেজে কাজ করতে রাজি না হওয়ায় আসামিরা শিশু রাকিবের পশ্চতাদেশ দিয়ে বাতাস ঢুকিয়ে নির্মম কায়দায় তাকে হত্যা করে।

পূর্ববর্তী নিবন্ধআজ ঢাকায় আসছেন সু চি’র বিশেষ দূত
পরবর্তী নিবন্ধপাঠ্যপুস্তকে ভুলের সাথে জড়িতরা শাস্তি পাবে: শিক্ষামন্ত্রী