বাংলাদেশ-ভারত টেস্ট নিয়ে শংকার অবসান

পপুলার২৪নিউজ ডেস্ক:
30বাংলাদেশ ও ভারতের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচ যথাসময়ে হায়দরাবাদেই অনুষ্ঠিত হবে। এ তথ্য নিশ্চিত করেছেন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কে জোহন মনোজ। খবর দ্য হিন্দুর।

এর আগে সোমবার ভারতীয় মিডিয়াতে বলা হয়, বাংলাদেশ ও ভারতের মধ্যকার টেস্ট ম্যাচটি আয়োজনে অপরাগতা প্রকাশ করেছে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন।

বলা হয়, আর্থিক সংকটের কারণে তারা ফেব্রুয়ারি মাসের এই টেস্ট ম্যাচটি আয়োজন করতে পারবে না।

তবে পুরো বিষয়টিকে গুজব বলে উল্লেখ করেছেন মনোজ। একইসঙ্গে ম্যাচ আয়োজনের জন্য টেন্ডারও ছাড়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মনোজ জানান, এ ধরনের কোনো কথাই হয়নি। বুঝতি পারছি না কারা এই গুজব ছড়িয়েছে। ম্যাচ আয়োজনের জন্য আমরা এরই মধ্যে টেন্ডারও ছেড়েছি। দুই একদিনের মধ্যেই টিসিএমের সঙ্গে এ বিষয়ে চুক্তিও করা হবে।

ফান্ডের বিষয়ে মনোজ বলেন, ম্যাচ আয়োজনের জন্য প্রত্যেক অ্যাসেসিয়েশনেরই সুপ্রিম কোর্টের ছাড়পত্র প্রয়োজন। এবং সবাই ম্যাচ আয়োজনের জন্য উচ্চ আদালত থেকে যথেষ্ট পরিমাণ বরাদ্দ পেয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ টেস্ট ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য আসতে চেয়েছে। আমাদের কাছে সেই অর্থও বরাদ্দ আছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের কেউ হয়তো এই ধরনের গুজব ছড়িয়েছে।

উল্লেখ্য, সোমবার ভারতীয় মিডিয়াতে খবর প্রকাশ করা হয়, চলতি বছরের ৮ থেকে ১২ ফেব্রুয়ারি হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও বাংলাদেশের মধ্যকার যে টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তা আয়োজনে অপারগতার কথা ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআইকে জানিয়েছে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। যথেষ্ট পরিমাণ টাকা নেই বলে সেই ম্যাচ আয়োজন করা হবে না।

প্রসঙ্গত, টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এখনও ভারত সফরে যাওয়া হয়নি টাইগারদের। কেননা ভারতীয় ক্রিকেট বোর্ড একবারের জন্যও টেস্ট খেলার আমন্ত্রণ জানায়নি বাংলাদেশকে। বাণিজ্যিক কারণ দেখিয়ে এতোদিন ভারতের মাটিতে বাংলাদেশের সঙ্গে কোনো টেস্ট সিরিজ আয়োজন করেনি বিসিসিআই।

২০১৬ সালে ভারতের মাটিতে একটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। নানা অজুহাতে সেই ম্যাচটি চলতি বছরের ফেব্রুয়ারিতে নিয়ে আসা হয়।

পূর্ববর্তী নিবন্ধশীতে গোড়ালি ফাটলে যা করনীয়
পরবর্তী নিবন্ধবনানীর বহুতল ভবনে আগুন