পপুলার২৪নিউজ প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুর থেকে জয়দেবপুর পর্যন্ত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেডের গ্যাসের সঞ্চালন পাইপলাইন নির্মাণের জন্য ১৩ হাজার ৩৫৬টি গাছ কাটা হবে।
সোমবার গাছকাটা সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এ বৈঠক হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘শ্রীপুর থেকে জয়দেবপুর পর্যন্ত তিতাস গ্যাসের সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প বা্স্তবায়নের জন্য বন বিভাগের প্রাকৃতিক ও সৃজিত বনের বৃক্ষ কর্তন ও অপসারণের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।’
পরিবেশ ও বন মন্ত্রণালয় এ প্রস্তাবটি উপস্থাপন করে।