ধর্ষণের অভিযোগ ওঠা ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ

পপুলার২৪নিউজ প্রতিবেদক :
17কুমিল্লায় ধর্ষণের প্রতিবাদ করায় ভাইকে কোপানোর ঘটনায় করা নালিশ ৪৮ ঘণ্টার মধ্যে এফআইআর হিসেবে গণ্য করে আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুলসহ এই আদেশ দেন।

একই সঙ্গে আসামি গ্রেপ্তারের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি আগামী ১৯ জানুয়ারি জানাতে কুমিল্লার পুলিশ সুপার ও বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বলা হয়েছে।

গত ৭ জানুয়ারি ‘কুমিল্লার বাঙ্গরা: বোনকে ধর্ষণ, ভাইকে কোপ, থানায় সালিস’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজিবুর রহমান।

পরে মুজিবুর রহমান বলেন, অভিযোগ অনুযায়ী এক প্রতিবন্ধী মেয়ে ধর্ষণের শিকার হয়েছেন। আপস-অযোগ্য ওই ঘটনায় সালিসের উদ্যোগ কেন বেআইনি হবে না—এই মর্মে রুল দিয়েছেন আদালত।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়াকে ১ ফেব্রুয়ারি আদালত হাজিরের নির্দেশ
পরবর্তী নিবন্ধবাবাকে হত্যার পর মাকে জখম, ১১ পুলিশ আহত