নাসিকের দায়িত্বভার নিচ্ছেন আইভী ও ৩৬ জন কাউন্সিলর

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:

8নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী, ২৭ জন ওয়ার্ড কাউন্সিলর এবং ৯ জন সংরক্ষিত নারী কাউন্সিলর দায়িত্বভার নেবেন আজ সোমবার। এ দিন তারা নগর ভবনে প্রথম আনুষ্ঠানিকভাবে অফিস শুরু করবেন।

এর আগে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ বাক্য পাঠ করেছেন নবনির্বাচিত জনপ্রতিনিধিরা। এ সময় আইভী গণমাধ্যমকে জানান, তিনি নারায়ণগঞ্জকে ক্লিন অ্যান্ড গ্রিন সিটিতে পরিণত করবেন। তিনি আগের মতোই অন্যায় ও অবিচারে বিরুদ্ধে সোচ্চার থাকবেন। নারায়ণগঞ্জকে শঙ্কামুক্ত রাখতে কাজ করবেন। চলমান উন্নয়ন কাজ অব্যাহত রাখবেন।
গত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনটি হয় দলীয় প্রতীকে। নৌকা প্রতীক নিয়ে আইভী ৭৯ হাজার ভোটে পরাজিত করেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে।
এর আগে ২০১১ সালের ৫ মে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠনের পর ওই বছরের ১১ অক্টোবর অনুষ্ঠিত হয় প্রথম নির্বাচন। সেই নির্বাচনে প্রায় লক্ষাধিক ভোটে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমানকে হারিয়ে প্রথম নারী মেয়র নির্বাচিত হন আইভী।

পূর্ববর্তী নিবন্ধউভয়সংকটে ডোনাল্ড ট্রাম্প
পরবর্তী নিবন্ধএকটু খুনসুটিতে ভালোবাসা বাড়ে