পপুলার২৪নিউজ ডেস্ক:
আবারও বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচ নিয়ে শংকা তৈরি হল। বাংলাদেশের বিপক্ষে ভারতের একমাত্র টেস্ট আয়োজনে অপারগতা প্রকাশ করেছে হায়দরাবাদ রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন। খবর দ্য হিন্দুর।
চলতি বছরের ৮ থেকে ১২ ফেব্রুয়ারি হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু যথেষ্ট পরিমাণ টাকা নেই বলে সেই ম্যাচ আয়োজনে অপারগতার কথা ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআইকে জানিয়েছে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন।
টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এখনও ভারত সফরে যাওয়া হয়নি টাইগারদের। কেননা ভারতীয় ক্রিকেট বোর্ড একবারের জন্যও টেস্ট খেলার আমন্ত্রণ জানায়নি বাংলাদেশকে। বাণিজ্যিক কারণ দেখিয়ে এতোদিন ভারতের মাটিতে বাংলাদেশের সঙ্গে কোনো টেস্ট সিরিজ আয়োজন করেনি বিসিসিআই।
২০১৬ সালে ভারতের মাটিতে একটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। নানা অজুহাতে সেই ম্যাচটি চলতি বছরের ফেব্রুয়ারিতে নিয়ে আসা হয়। তবে বহুল প্রতিক্ষীত সেই টেস্ট ম্যাচটি নিয়ে আবারও শংকা তৈরি হল।