পপুলার২৪নিউজ ডেস্ক:
নিয়মিতভাবে টেলিভিশন শো, সিনেমা ও পণ্যের বিজ্ঞাপন দেখলে আপনি নারী বিদ্বেষী হয়ে উঠবেন! কারণ এসবে নারীদেরকে যৌন ভোগ্য পণ্য হিসেবে উপস্থাপন করা হয়। নতুন এক গবেষণায় এমনটাই প্রমাণিত হয়েছে।
গবেষণায় দেখা গেছে, লোকে নিয়মিতভাবে স্পোর্টস কারের ওপর বিকিনি পরিহিত মডেলদেরকে যৌন উত্তেজক ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে নারীদেরকে শুধু যৌন ভোগ্য পণ্য হিসেবে ভাবতে অভ্যস্ত হয়ে পড়ছেন।
এভাবে নারীদেহ প্রদর্শনের কারণে লোকে নারীর মর্যাদাহানির বিরুদ্ধে সামষ্টিক প্রতিবাদেও আগ্রহ হারাচ্ছে!
ভিজ্যুয়াল মিডিয়াতে নারীদেরকে ক্রমাগত যৌন ভোগ্য পণ্য হিসেবে উপস্থাপনের ফলে নারীকে এভাবে উপস্থাপন করাটা সমাজেও একটি স্বাভাবিক রীতিতে পরিণত হয়। ফলে লোকে এর বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতেও ভুলে যায়। ইটালির প্যাডোভা বিশ্ববিদ্যালয়ের গবেষক ফ্রান্সেসকা গুইজো এমনটাই বলছেন।
তিনি বলেন, বিজ্ঞাপন, ম্যাগাজিন, সিনেমা এবং টেলিভিশনে নারীদেরকে পুরুষদের তুলনায় অনেক বেশি যৌনায়িত করে উপস্থাপন করা হয়। সমাজে তাদের সঙ্গে যেভাবে আচরণ করা হয় তাও এর দ্বারা প্রভাবিত হয়। এমনকি নারীদের নিজেদের মনোজগত এবং নিজের সম্পর্কে ধারণাকেও প্রভাবিত করে তাদেরকে এভাবে যৌনায়িত করে উপস্থাপনের প্রবণতা। সূত্র: হিন্দুস্তান টাইমস