জামালপুরে এমপিওভুক্ত বেসরকারী শিক্ষকদের মানববন্ধন

পপুলার২৪নিউজ,জামালপুর প্রতিনিধি:

36৫% বেতন বৃদ্ধিসহ বিভিন্ন ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়নের জন্য আজ রবিবার সকালে জেলা শহরের দয়াময়ী চত্বরে মানবন্ধন কর্মসূচি পালন করেছে নজামালপুরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এ ছাড়াও ওইদিন শিক্ষকরা জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

বাংলাদেশ শিক্ষক সমিতি জামালপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত ওই সমাবেশে নেতৃত্ব দেন সংগঠনের জেলা কমিটির সভাপতি মফিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আছাদুজ্জামান। জেলা শহরের দয়াময়ী চত্বরে মানবন্ধন শেষে তারা শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে বিক্ষুব্ধ শিক্ষক-কর্মচারীরা প্রধানমন্ত্রীকে দেওয়ার জন্য তাদের দাবি সংবলিত একটি স্মারকলিপি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল সাবরিনের হাতে তুলে দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাবরিন শিক্ষকদের উদ্দেশে বলেন, তাদের স্মারকলিপির কপি শীঘ্রই প্রধানমন্ত্রীর দপ্তরে প্রেরণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা
পরবর্তী নিবন্ধঅবসরের বিষয়ে এখনও ‘ভাবছেন’ মিসবাহ