দেড় মাসের জন্য মাঠের বাইরে মাশরাফি

পপুলার২৪নিউজ ডেস্ক:
33নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা শেষ টি ২০-তে চোট পাওয়ায় প্রায় দেড় মাসের বেশি সময় মাঠের বাইরে থাকতে হবে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে।

রোববার বাংলাদেশ ক্রিকটে দলের ফিজিও ডিন কনয় এ দুঃসংবাদ জানান।

তিনি বলেন, ডান হাতের বুড়ো আঙুলের নিচের দিকে হাড়ে চোট পেয়েছেন মাশরাফি। এ কারণে চার থেকে ছয় সপ্তাহের বেশি সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।

অর্থাৎ সব ঠিক থাকলে মার্চের দিকে মাঠে দেখা যেতে পারে টাইগার অধিনায়ককে।

এর আগে ম্যাচ শেষে মাশরাফি নিজে জানিয়েছিলেন স্ক্যান করার পর চোট কতটা গুরুতর তা বোঝা যাবে।

ম্যাচের নিউজিল্যান্ড ইনিংসের ১৭তম ওভার করতে এসে হাতে চোট পান মাশরাফি। এ ওভারের প্রথম বলে সীমানায় উইলিয়ামসনের সহজ ক্যাচ ছেড়ে দেন তামিম ইকবাল। পরের বলে কোরি অ্যান্ডারসনের স্ট্রেইট ব্যাটে খেলা একটি বল বাঁচাতে চেষ্টা করে হাতে বেশ চোট পান মাশরাফি। নিশ্চিত চার বাঁচাতে পারলেও আহত হয়ে মাঠ ছাড়েন তিনি। পরে মোসাদ্দেক তার ওভারটি শেষ করেন।

ম্যাচের ১১তম ওভারে মাশরাফির বলে ওঠা একটি ক্যাচ সীমানায় ধরতে গিয়ে বাউন্ডারি লাইনের বাইরে গিয়ে বিজ্ঞাপনের বিল বোর্ডের ওপর পড়েন দলের অন্যতম ওপেনার ইমরুল কায়েস।

এতে ক্যাচ মিসের সঙ্গে সঙ্গে আহত হয়ে তিনিও মাঠ ছাড়েন। শেষ পর্যন্ত তার পরিবর্তে ওপেনিং করতে তামিম ইকবালের সঙ্গে মাঠে নামেন সৌম্য সরকার।

অন্যদিকে তামিম ইকবালও মাশরাফির বলে ফিল্ডিং করতে গিয়ে চোট পান।

তবে এই ব্যাটসম্যানের আঘাত ততটা গুরুতর নয় বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধমোদিকে রোনাল্ডোর জার্সি উপহার
পরবর্তী নিবন্ধস্ত্রীর আত্মহত্যার একদিন পর স্বামীরও আত্মহত্যা