পপুলার২৪নিউজ প্রতিবেদক:
রাজধানীর গুলশান-১ নম্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটসহ বেশকিছু প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া সত্ত্বেও কর্তৃপক্ষ উদাসীন ছিল বলে মন্তব্য করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান। রবিবার রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টারে অ্যাকশন এইড আয়োজিত ভূমিকম্প প্রতিক্রিয়া প্রস্তুতি: সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
আলী আহমেদ বলেন, বিভিন্ন সময় তাদের সচেতন করা হলেও যথাযথ ব্যবস্থা ছিলো না। সেফটির জন্য কোনো ধরনের ব্যবস্থা ছিলো না। তাছাড়া আগুন লাগার তথ্য দিতে অনেক দেরি হয়েছিলো। ফায়ার সার্ভিস পৌঁছাতে পৌঁছাতে আগুন ছড়িয়ে পড়ে। মার্কেটে অনেক দাহ্য পদার্থ থাকায় তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন হচ্ছে তবে, তা শৃঙ্খলার মধ্য নিয়ে আসতে হবে। এজন্য সব মন্ত্রণালয়, বেসরকারি প্রতিষ্ঠানকে একত্রে কাজ করতে হবে। সেমিনারে আরও বক্তব্য দেন, বিশ্ব ব্যাংকের আরবান রিজিলাইন্স প্রজেক্টের ডিরেক্টর ড. তারেক বিন ইউসুফ, অ্যাকশন এইডের প্রোগ্রাম ম্যানেজার এ এম নাসির উদ্দীন, বুয়েটের প্রকৌশল বিভাগের অধ্যাপক মেহেদি আহমেদ আনসারী প্রমুখ।